


প্রথম পর্ব:
দ্বিতীয় পর্ব:
শেষ পর্ব:

ফুল ফোটার ক্যালেন্ডার:
সারা বিশ্বে প্রায় ৩৫০০০ প্রজাতির অর্কিড আছে। এদের মধ্যে সবাই আবার ফুল দেয় না।তবে কিছু চেনা প্রজাতির অর্কিডের ফ্লাওয়ারিং পিরিয়ড দেয়া হলো। ফোটার পর অন্তত একমাস ফুলটি টিকে থাকে।

কোথায় পাবেন অর্কিড:
ঢাকার অনেক নার্সারিতে অর্কিড পাবেন।ধানমন্ডি,বনানী,উত্তরা,সাভার,গাজীপুরে রয়েছে অর্কিড উৎপন্নকারী অনেক ফার্ম।ধানমন্ডিতে রয়েছে DEBTEC, যারা ১৯৯৬ থেকে এর সাথে জড়িত।উত্তরার ৭ নাম্বার সেক্টরে রয়েছে স্কয়ারের
একটি ফার্ম । এছাড়া, মাইক্রো অর্কিড নামে একটি প্রতিষ্ঠান আছে,যাদের শো-রুম রয়েছে মহাখালীতে। দামের পরিধি ৫০- ২০০০ টাকা পর্যন্ত।এমনকি ৫০,০০০ টাকা মূল্যমানেরও অর্কিড আছে। যত বেশি দু¯প্রাপ্য অর্কিড আপনি খুজঁবেন দামটা সে অনুপাতেই বাড়বে।

কেনার সময় দেখে কিনুন:
অর্কিড কেনার সময় কয়েকটি বিষয় দেখে কিনুন।
১. অর্কিড তার মিডিয়ার সাথে দৃড়ভাবে সংযুক্ত কিনা দেখে নিন।
২. কান্ড(Pseudobulb) সতেজ, সবুজ কিনা।
৩. পাতার রং হবে কচি সবুজ।হলুদ নয়।
৪. পাতা কি আঁঠালো আঁঠালো লাগছে!! তাহলে গাছে পোকা আছে।
৫. যে প্রতিষ্ঠান অর্কিড বিক্রি করছে তাদের প্রতিনিধি কি অর্কিডটির সঠিক প্রজাতি ও গণের নাম জানে? জিজ্ঞেস করুন।
৬. কতদিন ধরে নার্সারীতে পড়ে আছে জিজ্ঞেস করুন।
একদিন সকালে হয়তো হঠাৎ আবিষ্কার করবেন আপনার ছোট্ট অর্কিড গাছটিতে এসেছে মেজেন্ডা, হলুদ ছটার কোন এক স্বর্গীয় ফুল।তবে, আপনাকে এর জন্য তাকে যথেষ্ট সময় দিতে হবে,করতে হবে যত্ন-আত্তি।
’আমি অনেক দিন পর পুরোনো কোন আত্মীয়ের দেখা পেলাম,’প্রথম অর্কিড দেখে এমনই মন্তব্য ছিলো চীনা দার্শনিক কনফুসিয়াসের।
কৃতজ্ঞতা:
মীর মমিনুল ইসলাম
ড: মাহবুবা খানম
ড: ফেরদৌসী বেগম
জুন,২১,২০০৬
Ref. Book:
1. FLORA OF MALAYA-vol- 1 by R.E. Holttum
2. Flowering Plant of the World by V.H.Heywood
3. Orchids In India by T.K.Bose
Useful Wed site:
1. http://www.beautifulorchid.com
2. http://www.phals.com