দূর্নীতির মাধ্যমে লুট করে নিচ্ছে আপনার আমার কষ্টের টাকা। জনগন বঞ্চিত হচ্ছে তার প্রাপ্য থেকে। ন্যায্য অধিকার থেকে। আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে সরকারী আমলা প্রশাসন। সরকারের কর্তারা বলছেন এসব ছিচকে চুরি।
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, বাক স্বাধীনতা এসব মৌলিক অধিকার আমাদের প্রাপ্য হলেও আমরা পাচ্ছি অবাধ দূর্নীতি, সন্ত্রাস, খুন, ধর্ষণ, রাজনৈতিক নিপীড়ন, মূল্যস্ফীতি ইত্যাদী।
পত্রিকার পাতা খুললে আশার কোন সংবাদ নেই। শুধু ক্রমান্বয়ে হতাশার ঢলে ভেসে যাওয়া। বিরোধী দলগুলোর আভ্যন্তরীন কোন্দল ও অনৈক্য এবং তাদের উপর কঠোর দমন পীড়নের ফলে তারা রাজপথ ছেড়ে ঘরের কোনে।
আজ চারদিকে শুধু উন্নয়নের ফাঁকা বুলি। অথচ কোন উন্নয়ন দৃশ্যমান নয়। কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে যাচ্ছে, ভেসে যাচ্ছে অনেক উন্নয়ন প্রকল্পে।
লুটপাট লুটপাট। উন্নয়নের অপর নাম, যত পার লুটপাট চালাও। খেয়ে শেষ করে দাও। আর কেউ প্রতিবাদ করলে ট্রিগার টিপে দাও ব্যস।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৮