তোমার বিলাসী এলোচুল ছুয়ে যায়
পৌষী হাওয়া। বিমুগ্ধ নয়নে চেয়ে আছি।
সমতলের দুহাজার ফুট উপরে
পাহাড়ের কোনায় একটুখানি রেলিংয়ে হাত রেখে
তুমি তাকিয়ে আছ অপলক।
আমি ক্যামেরার শাটারে আংগুল রেখে বললাম-
একটু হাসো- তুমি মোহিনী
মোনালিসার চেয়েও ভূবন ভোলানো হাসির তীরে
বিদ্ধ করলে আমায়।
আমি ভূলে গেলাম, আমি পৃথিবীর কেউ
মনে হলো আমি আর তুমি দাড়িয়ে আছি
অন্য জগতে- নতুন প্রাণের সঞ্জীবনী সুধায়-
অমর, অন্য গ্রহের মানব মানবী।