ফাগুন এলো আবার- রাজকীয় ঢঙে
দেশ উত্তাল; রক্তাপ্লুত রাজপথ
হিংসা-হানাহানি; বিভ্রান্ত মানবতা।
অস্থির সকলে, দিক নির্দেশনার আকাল
পথহারা নাবিক, কম্পাস তার অচল
গতি অবিরত- বাধাহীন।
দখিনা হাওয়া মনে দেয় দোলা
আশা- পথ ফিরে পাবার
তথাপি উদ্রভ্রান্ত- নিজের কাছেই বাঁধা
ভিন্ন রূপে; গতিরোধ করে মননশীলতা।
{১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি লেখা কবিতা;
সময় কেটে গেছে অনেক, পরিস্থিতি বদলায় নি একটুও}