Windows Dreamscen ব্যাবহার করতে হলে আপনাকে Windows 7 ব্যাবহার কারী হতে হবে।
এখন আসুন জেনে নি কিভাবে Windows Dreamscene ব্যবহার করবেন। প্রথমে এখান থেকে রার ফাইল টা download করুন। extract করলে ভেতরে ২ টা ফাইল আছে। ১ টা install করার ফাইল এবং অন্যটা ভিডিও ফাইল।
১ম কাজঃ- installDreamscene এ ডাবল ক্লিক করুন।
২য় কাজঃ- ঐ ফোল্ডারে একটা ভিডিও আছে।
এবার দেখুন, ভিডিও টি আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এ চলতেছে কিনা।
এখানে শুধু মাত্র .wmv ফরমেট এর ভিডিও ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এ চলবে। তবে আপনি আপনার পছন্দ মত ভিডিও চালাতে চাইলে তা কনভার্ট করে নিন।
ভিডিও তে সাউন্ড দিতে ছবি টি লক্ষ করুন।
আশা করি আপনারা পারবেন। পোষ্ট টি মশার কামড়ের জন্য ভাল করে সাজাইতে পারি নাই।
। এটি আমার প্রথম টেঁকি পোষ্ট। সুতরাং......।


