#নিয়তি
ত্রিসীমায় একটা নদী ও ছিল না
তাই খাল কেটে নদী কে ডেকে নিয়ে এলাম
আর মাছ ভর্তি পুকুরে ঢুকে পড়লো জলের কুমীর....!
#ঝড়
তুমি চলে এলে সিংহল ছেড়ে ছুঁয়ে করমন্ডলের তীর
উদাসী আগন্তুক এখানে গড়ানের দেশে জলকাঁদায় আয়ু রেখে ঘুমাবে যদি
ধীরে এসো, উপকূলের বালু বিছানায় থেমেছে সিন্ধু।
#সময়
গতরাত সারা সকাল বৃষ্টিতে ভিজে নারিকেল পাতাও দুপুরের রোদে শুকিয়ে নিচ্ছে তার চকচকে শরীর,
সবুজ সিগন্যাল ছেলেটার ফেসবুকে, মেয়েটারো তাই,
আজ দুপুরের নির্জনে আর কেউ কারো সবুজ আলোয় আকৃষ্ট নয়!
#ফ্রেম
আমি শুধু ছবি তুলবো আর তুলতেই থাকবো,
জন্মের, হামাগুড়ি থেকে প্রথম হাঁটার,
শৈশব কৈশোর তরুণ যুবার প্রেম ও বার্ধক্যের,
আমি শুধু ছবি তুলবো ফেরিঘাটের আসা ও যাওয়ার,
তারপর আমিও একটা ছবি হবো।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৮