নবজাতকের গায়ে লেগে থাকা তার মায়ের রক্তের গন্ধের মত
স্পষ্ট আমার দাবি,পুষ্টিহীন পেট ফোলা কঙ্কালসার কালো শিশুটির
বুকের প্রতিটি দৃশ্যমান পাজরের মত স্পষ্ট আমার দাবি।
সদ্যবিবাহিত নারী-পুরুষের প্রথমরাতের লজ্জাস্নাত মিলনের মত
পবিত্র আমার দাবি,বেকারীতে কাজ শেষে ঘরে ফেরা শ্রমিকের
গায়ে লেগে থাকা রুটির তীব্র গন্ধের মত স্পষ্ট আমার দাবি।
প্রতিটি রিক্সাওয়ালার পায়ের পেশীতে ফুলে থাকা একেকটা রগের মত
স্পষ্ট আমার দাবি,ঘামে ভেজা দিনমজুরের প্রতিটি কোদালের কোপের মত
শক্তিশালী আর জোরালো আমার দাবি।কিন্তু তবুও যদি তোমরা
আমার দাবিকে অস্বীকার কর, যদি আমার দাবিকে হেসে উড়িয়ে দাও
যদি আমার দাবিতে দূরভিসন্ধি খুজে বেড়াও, নোংরা খেলায়
মেতে ওঠো আমার দাবি নিয়ে।তবে জেনে রেখ, ওই শিশুটির কসম;
ওই সদ্যবিবাহিত ওই দিনমজুর-শ্রমিক আর রিক্সাওয়ালার কসম
ওরা স্পষ্টভাবে চিৎকার করে আমার দাবির মতই তোমাকে জানাচ্ছে,
জন্মের সময় তোমার গায়ে তোমার মায়ের রক্তের গন্ধ ছিল না।