আমরা প্রায় সকলেই ভাইরাস থেকে বাঁচার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। সেটা বিভিন্ন রকমের হয়ে থাকে। একেকজনের একেকরকম অ্যান্টিভাইরাস পছন্দ। কিছু কিছু অ্যান্টিভাইরাসের কারণে পিসি অসম্ভব রকমের স্লো হয়ে যায়। আবার কিছু কিছু অ্যান্টিভাইরাস আছে, যেগুলোর ভাইরাস ধরার বহর দেখলে অনেকেরই মাথা ঘুরানোর মত অবস্থার সৃষ্টি হয়। কিছু কিছু মানুষের কাছে কিছু কোম্পানীর অ্যান্টিভাইরাস পৃথিবীর সবচাইতে খারাপ অ্যান্টিভাইরাস। আবার কিছু মানুষের কাছে সেটাই সেরা। বেশি ভাইরাস থাকলে স্বাভাবিকভাবেই বেশি ভাইরাস ধরার জন্য অনেকের কাছে অ্যান্টিভাইরাস একটি যন্ত্রণার নাম। আবার অনেকে সত্যি সত্যি ভাইরাস ধরার জন্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন। এমন অনেক ব্যাপার আছে। আমাদের মাঝে অ্যান্টিভাইরাস নিয়ে বহুমত প্রচলিত আছে। যার যেমন পছন্দ, আমরা তেমনই অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি।
তো, আপনাদের কাছে কোন অ্যান্টিভাইরাসটি সেরা? এই ২০০৯ সালে? যেটা আপনার দৃষ্টিতে সেরা। অথবা আপনার নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে সেরা।
এটা নিয়ে বিস্তারিত বলার আগে আসুন দেখে নিই, ২০০৯ সালে এখন পর্যন্ত কোন অ্যান্টিভাইরাস কোন স্থানে রয়েছে। অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের ভিত্তিতে এবং ভোটে আপাততঃ এখন পর্যন্ত সেরা ১০টি অ্যান্টিভাইরাস বাছাই করেছে পিসিওয়ার্ল্ডসহ আরও অনেক ওয়েবসাইট। সবকিছু মিলিয়ে ২০০৯ সালের আপাততঃ সেরা ১০টি অ্যান্টিভাইরাসের নাম নিচে দিলাম।
সেরা ১০ অ্যান্টিভাইরাস - ২০০৯
========================================
১:
এখন পর্যন্ত প্রথম স্থানে আছে "ক্যাস্পারস্কাই"।
২:
যথারীতি দ্বিতীয় স্থানে আছে "বিটডিফেন্ডার"।
৩:
তৃতীয় স্থানে আছে "ইসেট নড৩২"।
৪:
চতূর্থ স্থানে আছে "এভিজি অ্যান্টিভাইরাস"।
৫:
পঞ্চম স্থানে আছে সিমেনটেকের "নরটন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ২০০৯"।
৬:
ষষ্ঠ স্থানে আছে "দ্য শিল্ড ডিলাক্স"।
৭:
সপ্তম স্থানে আছে "ম্যাকআফি"।
৮:
অষ্টম স্থানে আছে "এফ সিকিউর অ্যান্টিভাইরাস"।
৯:
নবম স্থানে আছে "ট্রেন্ড-মাইক্রো -(পিসি ক্লিন)"।
১০:
এবং দশম স্থানে আছে "পান্ডা সিকিউরিটি"।
আমরা দেখলাম, অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের ভোটের ভিত্তিতে এখন পর্যন্ত ২০০৯ সালের সেরা ১০টি অ্যান্টিভাইরাস। আপনার দৃষ্টিতে কোনটি সেরা? এখানে ভোটের ব্যাপারটা একটু সহজ করে দিচ্ছি।
আমরা ব্যবহার করে থাকি, অথচ এখানে নাম নেই, এমন ৪টিসহ সর্বমোট ১৪টি অ্যান্টিভাইরাসের নাম দিচ্ছি। যেটি আপনার দৃষ্টিতে সেরা অ্যান্টিভাইরাস, সেটিকে ভোট দিতে হলে যত নাম্বারে অ্যান্টিভাইরাসটির নাম রয়েছে, শুধুমাত্র সেই সংখ্যাটি কমেন্টে উল্লেখ করেই আপনার ভোটটি দিতে পারবেন। যেমন, "ক্যাস্পারস্কাই" এর নাম দিচ্ছি ১ নাম্বারে। আপনি এটাকে ভোট দিতে চাইলে শুধুমাত্র "১" সংখ্যাটি লিখে কমেন্ট করলে আপনার ভোট ক্যাস্পারস্কাইয়ের জন্য গণ্য করা হবে।
শুরু করছি......
======================================
১: ক্যাস্পারস্কাই
২: বিটডিফেন্ডার
৩: ইসেট নড৩২
৪: এভিজি অ্যান্টিভাইরাস
৫: নরটন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ২০০৯
৬: দ্য শিল্ড ডিলাক্স
৭: ম্যাকআফি
৮: এফ-সিকিউর অ্যান্টিভাইরাস
৯: ট্রেন্ড-মাইক্রো -(পিসি-ক্লিন)
১০: পান্ডা সিকিউরিটি
১১: আভিরা অ্যান্টিভাইরাস
১২: অ্যাভাষ্ট অ্যান্টিভাইরাস
১৩: কুইকহিল
১৪: মাইক্রোসফট সিকিউরিটি অ্যাসেনশিয়ালস
এগুলো ছাড়া যদি আরও অন্য কোন অ্যান্টিভাইরাস কেউ ব্যবহার করে থাকেন, তাহলে কমেন্টে সেগুলোর নাম উল্লেখ করলে আমি লিষ্টে যোগ করে দেব। লিষ্টে আরও জনপ্রিয় অ্যান্টিভাইরাসের নাম বাদ পড়ে যেতে পারে। সেজন্যে আগে থেকেই আন্তরিকভাবে দুঃখিত। এবং কষ্ট করে কমেন্টে অ্যান্টিভাইরাসটির নাম উল্লেখ করলে খুশি হব। আমি পরে সেগুলোর নাম লিষ্টে যুক্ত করে দেব।
ভোট গ্রহণ করা হবে ১৯ তারিখ রাত ১২:০০টা পর্যন্ত। তারপর ফলাফল ঘোষণা করা হবে, ব্লগারদের ভোটে ব্লগের সেরা অ্যান্টিভাইরাসের নাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বিঃদ্রঃ কেউ কিছু মনে করবেন না। সকলের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি, এখানে লিনাক্স নিয়ে কোন তর্ক-বিতর্ক না হলেই আমি খুশি হব। লিনাক্সের ব্যাপার নিয়ে অ্যান্টিভাইরাসের পোষ্টে কোন সমস্যা কাম্য নয়। লিনাক্স কি জিনিস, সেটা আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী আছি, তাদের বেশিরভাগই জানি। কাজেই, উইন্ডোজের কোন পোষ্টের মত করে এখানেও "লিনাক্স ভাইরাসমুক্ত, লিনাক্স ফ্রি" ইত্যাদি ইত্যাদি না বললেই অ্যান্টিভাইরাসের ব্যাপারটা ঠিকমতো আলোচনা করা যেতে পারে।