
বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি আদায়ের জন্য সরকার এবার বলির পাঠা বানাচ্ছে সাধারণ জনগণকে। এমন যে এলাকায় বিদ্যুৎ পৌছেনি সে এলাকার মানুষদেরও শোষণের সিদ্ধান্ত নিয়েছে ডিজিটাল বঙ্গদেশের ডিজিটাল সরকারের ডিজিটাল প্রধানমন্ত্রী হাসিনা ব্যানার্জী।
তো, ডিজিটাল সে সিস্টেমটা হলো- সিদ্ধান্ত বাস্তবায়ন হলেই মোবাইল ব্যবহারকারী প্রত্যেক নাগরিককে কল প্রতি অতিরিক্ত .১৫ থেকে .২০পয়সা চার্জ করা হবে



তো যারা দিনে অন্তত পাঁচবারও কল করে তাদেরকে দিতে হবে ১ টাকা। আবার হয়তো এটার সাথে ভ্যাট লাগাবে...

গোড়া চিকন মাথা মোটা সরকারী ছাগল আমলারা যদি সিদ্ধান্তটা এভাবে না নিয়ে মোবাইল কোম্পানী নেটওয়ার্ক কোম্পানীগুলোকে ডাইরেক্ট ধরে তাদের কাছে থেকেই টাকাটা নিতো, তবেই ভালো হতো। আসলে মাথা মোটা ইন্ডিয়ান গরুদের মাথায় এটা ঢোকার প্রশ্নও অবশ্য আসেনা...
কিছুদিন আগে ইন্ডিয়াতে পেট্রোল না কিসের যেনো দাম বাড়ার কারণে দেখলাম কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাইকেল চালিয়ে জনতার বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেছে। অথচ আমাদের সরকার আমাদের গুহ্যদ্বার দিয়ে বাইশ হাত দেবার পরও আমরা কেনো নীরব..??? বুঝিনা...
শালার দেশ আমার.. ালের ডিজিটাল!


মন চায় সব পুড়ে ছাড়খাড় করে দেই....