কোন এক ধ্রুপদী ভালোবাসা এসে ছুঁয়ে গিয়েছে আমার হৃদয়
আন্দোলিত করেছে আমার কেশ রাশিকে,
নিষ্প্রান চোখে জাগিয়ে তুলেছে চঞ্চল চাহনি
শুষ্ক ওষ্ঠে ফিরে পাওয়া এই আদ্র হাসি সবই তো তোমার অবদান।
এই কণ্টকময় পথে পা ফেলতে আজ আমি নির্ভীক
তোমার ঐ বলিষ্ঠ হাত ধরে হাঁটতে চাই আমি অন্তহীন পথ,
ঐ সুতীক্ষ্ণ চোখে হারিয়ে যেতে চাই আমি
হোক বা রবির আলোয় অথবা অমাবস্যার অমানিশায়;
ঐ ঠোঁটের সুধারসে আমি সিক্ত থাকতে চাই আজীবন।
ঐ হাত, পা, চোখ, ঠোঁট, সব কিছুর প্রভুত্ব চাই আমি
সব কিছু দিয়ে গ্রাস করে নাও আমার সব দম্ভতাকে,
আমি তোমাতে হারিয়ে ফেলতে চাই এই আমার আমিত্বকে........