এসএসসি পরীক্ষার কাছাকাছি সময়। থাকি ঢাকা ক্যন্টনমেন্ট এলাকায়। একতলা বাসা। ব্যাটম্যান রুমে আমি ক্যাসেট প্লেয়ার, বই, কমপিউটার ইত্যাদি দিয়ে একটা নিজস্ব জগৎ গড়ে ছিলাম। রুমটা ছিল বিরাট বড় বাসাটার একদম শেষ প্রান্তে। নিজের বেডরুমে শুধুমাত্র ঘুমাতাম। এছাড়া সব সময় থাকতাম ঐ ছোট্ট রুমটায়।
তো একরাতে, রাত তখন ১/২। আমি টেবিল-চেয়ারে বসে খুব মনোযোগ দিয়ে 'গেম এন্ড ওয়াচ' খেলছিলাম। টেবিলটা পাতা ছিল জানালা বরাবর। হঠাৎ করে জানালা দিয়ে উৎকট গন্ধ আর ক্যাট ক্যাট ক্যাট করে এক বিকট অট্টহাসির শব্দ আসল। এক ঝলকে দেখলাম মানুষের মত একজন জানালার পাশ দিয়ে দ্রুত ছুটে গিয়ে পাশের কলা বাগানে ঢুকে গেল। আমার মানব জীবন এই ধরনের আওয়াজ (হাসি!?) আগে কখনো শুনি নাই। কোন শব্দ বা আওয়াজ এতো কুৎসিত হতে পারে তার নুন্যতম ধারণাও ছিল না কখনো!
আমার প্রতিক্রিয়া সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। এত দ্রুততম রিফ্লেকশান যে আমার মধ্যে লুকিয়ে আছে তা জানতাম না। 'গেম এন্ড ওয়াচ' হাত থেকে ছুড়ে ফেলে, হাতাওয়ালা চেয়ার টপকে, দরজার ছিটকানী খুলে আমি আমার বেডরুমে পৌছে গেলাম আর পুরো বিষয়টা শেষ করতে লেগেছিল সর্বোচ্চ ১০ সেকেন্ড!
রুমে এসে মেজাজ চরম খারাপ হলো। ভুত হও আর মানুষ হও বা চোর - যেই হও না কেন এত সাহস তোমার আমার বাসায় (তাও আমার নিজস্ব রুমে) আমারে ভয় দেখাও!! পরে ভাবলাম এমনিতেও রাত হইছে থাক আজকে আর ঐ দিকে যাই না, আজকের মত ঘুমাইয়্যা পড়ি। হঠাৎ মনে পড়ল, তাড়াহুড়া করে চলে আসার সময় ঐ ছোট রুমের লাইট-ফ্যান বন্ধ করা হয়নি।
বিছানা থেকে নেমে সাহস সঞ্চয় করে গেলাম ঐ দিকে কিন্তু কাছে এসে দেখলাম লাইট-ফ্যান বন্ধ! আমার নিশ্চত মনে আছে যে ঐ রুমে লাইট-ফ্যান জ্বলছিল। আমি পালিয়ে চলে আসার মুহূর্তে একবার পিছন ফিরে তাকিয়ে ছিলাম। তখনো লাইট জ্বলছিল। আবার নতুন করে নাকে ধাক্কা খেল সেই তীব্র উৎকট গন্ধ। সাহস আর ধরে রাখতে পারলাম না। সোজা রুমে ফিরে গরমের মধ্যে ফুল স্প্রিডে ফ্যান ছেড়ে গরমের মধ্যে কাথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম।
বিদ্র:
- একটা লেখা পড়ছিলাম এই সংক্রান্ত। সেখান থেকে অনুপ্রাণিত। লিঙ্কঃ
দেখুন
- এটি সত্যিই একটি সত্যি ঘটনা
- ঘটনার ব্যাখ্যা কি হইতে পারে বুঝতাছি না। হাসি ডা যেই জোরে দিছিল তাতে আশে পাশের মানুষের ঘুম ভাইঙ্গা যাওনের কথা ছিল। গন্ধটা হঠাৎ কোত্থেকে আসল?
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫০