"তত্তাবধায়ক সরকার ছাড়া ইলেকশন মানিনা"।
তত্ত্বাবধায়ক বাবাজী তো মারা গেছেন! এইবার কি বলা যায়...যা...আ...আ...য়।
হুইছে... "হ্যাঁশীনার আন্ডারে নির্বাচন মানিনা"।
ইলেকশন যদি হয়েই যায়।
তাইতো...ঐ প্যান্ডেল বানাও, শামিয়ানা টাঙাও...”দেশের হক্কল মুছলমান মাইরা ধুসাইলাইতাছে ”।
রাজাকারের ফাঁসীর রায়।
‘উমা একি!!!ফাঁসীর দড়ি তো হেভি লম্বা! আমার ঘর পর্যন্ত দাওয়া করছে। কতা কমুনা, বুবার শত্রু নাই’।
শুটিং প্যাক-আপ। মেকাপমে......ন।
‘ছক্ষের নীচে বেশি করে পাউন্ডেষোণ লাগাও। হেভভী টেনশন। চূলগুলান গুল্ডেন কালার কইরা চেহারায় নূরানি ভাব আনো। নাটক দিয়া অহন আর শু হাউজফুল হবেনা, এইবার যাত্রা করুম, পাবলিক ক্যামনে খায়না। একটা গুলাপি পান লাগাও’।
তরিকি-আরাফাতি মাদারাছা ময়দানে শুরু হল দেশের ইতিহাসের বৃহত্তম যাত্রাপালা “হেফাজতে হাওয়া-a non-productive factory”.
আম্নেরা আমারে খমা কইরেন। আমার কলমের কালি শেষ। আর লিখতে পারতেছিনা...UNLIMITED. অহ...হ আরেকটা কথা, যাত্রাপালার জৌলুসে আম্নের শরীল যদি খারাপ করে, ডরাইয়েন না।
ভাইরাস জ্বর। ওষুধ খাইলে সাতদিন, না খাইলে এক সপ্তাহ।