২। আদ্খ মসজিদ (চীন এ অবস্থিত)
মসজিদ মুসলমানদের পুরুষদের দলবদ্ধভাবে বা জামাতে সাথে নামাজ পড়ার জন্য নির্মিত একটি স্থাপনা। শব্দটির উৎপত্তি আরবি "السجود" থেকে যার আভিধানিক অর্থ শ্রদ্ধাভরে মাথা অবনত করা অর্থৎ সিজদাহ করা। সাধারণভাবে যেসব ইমারত বা স্থাপনায় মুসলমানেরা একত্র হয়ে প্রাত্যহিক পাঁচ ওয়াক্ত নামাজ বা সালাত আদায় করেন তাকে মসজিদ বলে। আবার যেসব বড় আকারের মসজিদগুলো নিয়মিত নামাজের সাথে সাথে শুক্রবারের জুমআর নামাজ আদায় হয় এবং অন্যান্য ইসলামিক কার্যাবলী যেমনঃ কোরআন শিক্ষা দেয়া সম্পাদিত হয় সেগুলো জামে মসজিদ নামে অভিহিত। ইমাম নামাজের ইমামতি করেন বা নেতৃত্ব দেন।মসজিদ মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। এখানে প্রার্থণা করা ছাড়াও শিক্ষা প্রদান, তথ্য বিতরন এবং বিরোধ নিষ্পত্তি করা হয়।মসজিদের উৎকর্ষের ক্ষেত্রে সেই সপ্তম শতাব্দির সাদাসিধে খোলা প্রাঙ্গনবিশিষ্ট মসজিদে কাবা বা মসজিদে নববী থেকে বর্তমানে এর প্রভূত উন্নয়ন ঘটেছে। এখন অনেক মসজিদেরই সুবিশাল গম্বুজ উঁচু মিনার এবং বৃহদাকার প্রাঙ্গন দেখা যায়। মসজিদের উৎপত্তি আরব উপদ্বীপে হলেও বর্তমানে তা পৃথিবীর সব দেশেই ছড়িয়ে পড়েছে। তাই আমার এই পোস্টটি বিশ্বের সব থেকে বড় বড় মসজিদগুলোর ছবি দিয়ে সাজানো । আর ছবিগুলো নেট থেকে সংগ্রহ করা ।
৩।আল-আকসা মসজিদ(ইজরাইল এ অবস্থিত)
৪। ইমাম রেজা সিন্নি মসজিদ ( ইরান এ অবস্থিত)
৫। ইস্তিকলাল মসজিদ ( ইন্দোনেশিয়া অবস্থিত)
৬।দিল্লী জামে মসজিদ (ভারত এ অবস্থিত)
৭। নাগ্রা মসজিদ (মালয়েশিয়া অবস্থিত)
৮। ফয়সাল মসজিদ (পাকিস্থান অবস্থিত)
৯।বাদশাহী মসজিদ (পাকিস্থান অবস্থিত)
১০।বায়তুল ফুতুহ (যুক্তরাজ্য অবস্থিত)
১১। বায়তুল মুকাররম ( বাংলাদেশ অবস্থিত)
১২। মসজিদে আক্সা (পাকিস্থান অবস্থিত)
১৩।মসজিদে তওবা (পাকিস্থান অবস্থিত)
১৪। রোম মসজিদ (ইটালি অবস্থিত)
১৫। সুলতান আহ্মেদ মসজিদ (তুরস্ক অবস্থিত)
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭