আমি আজ আপনাদেরকে কিছু দানবীয়,অত্যাধুনিক, অত্যান্ত শক্তিশালী কিছু লেজার ওয়েপনসের সাথে পরিচয় করিয়ে দেব। এগুলো বেশিরভাগই আমেরিকার তৈরি কিছু ইউরোপ,চাইনিজ আছে। এই ওয়েপনসগুলো আমেরিকার আর্মি, নেভী,বিমানবাহিনী কর্তৃক পরীক্ষিত। সন্ত্রাস দমনে এগুলো শীঘ্রই ব্যাবহার করা হবে।হলিউডের বিভিন্ন মুভি যেমন স্টার ওয়ারস,স্কাই লাইন, ম্যাট্রিক্স,ক্রনিকেল অব রিডিক, মেন ইন ব্লাক সহ প্রচুর মুভিতে এই লেজার ওয়েপনস ব্যাবহৃত হয়ে আসছে এবং এখনও হচ্ছে। আমি এই সিরিজটা কতুটুকু লিখতে পারব জানিনা তবে চেষ্টা করব যতটুকু প্রলম্বিত করা যায়।

নাম ও তৈরি: লেজার ক্যানন,আমেরিকা।

নাম: লেজার গানশীপ,আমেরিকা।

নাম:কেমিক্যাল লেজার/সলিড ষ্টেট লেজার,আমেরিকা।

নাম:-লেজার গান,ইসরাইল।

নাম: লেজার ওয়েপনস ডেভেলপমেন্ট,চীন।

নাম: ড্যাজলিং,আমেরিকা।

নাম: লেজার ওয়ারশীপ,আমেরিকা।

নাম: The THEL,আমেরিকা।

নাম: নেভী লেজার গান,ইউএসএ।

নাম:এয়ারবর্ন ৭৭ লেজার প্লেন,ইউএসএ।

নাম: স্পেশালাইজড লেজার গান,ইউএসএ।

নাম:XM-25,ইউএসএ

নাম:লেজার স্পেসশীপ,ইউএসএ

নাম:-এমকে-৩৮,ইউএসএ।

নাম:গ্রীন লেজার কীটস ক্যানন,ইউএসএ।

নাম: এয়ারবর্ন লেজার ওয়েপনস,ইউএসএ।
সূত্র:গুগল ইমেজেস।