দুনিয়াতে অনেকের কাছেই টাকা-পয়সা হাতে ময়লা। দুবাইয়ে থাকার সুবাদে সত্যিই অনেক মানুষকে দেখছি যারা এত টাকা খরচের রাস্তা খুঁজে পাচ্ছে না। এ কারণেই লুই ভিতন ২০ লক্ষ টাকার টেডি বিয়ার বিক্রি করে, আর মানুষ সেটা কিনে প্রিয়জনকে উপহার দেয়

তবে টাকা না থাকলে কি স্বপ্ন আর ইচ্ছা থেমে থাকবে? হঠাৎ করে Wizzair-এর মিশর ফ্লাইটের টিকিটের দাম দেখে মিশরের পিরামিড দেখার ইচ্ছাটা আর দমাতে পারলাম না। যদিও Wizzair বাজেট এয়ারলাইন্স, কিন্তু যেখানে ভালো বিমানে ১৭০০+ দিরহাম (প্রায় ৫৬ হাজার টাকা) লাগে একজনের জন্য, সেখানে ৩ জনের টিকিট ১৭৫২ দিরহামে পেয়ে টিকিট কেটে ফেললাম। ভেবেছি ৪ ঘণ্টার কষ্ট মেনে নেওয়া যায়।
এই বছর দেশে যেতে পারিনি কারণ পাসপোর্ট রিনিউ করতে ৩ মাস লেগে গেল। শুনেছি দেশে মাত্র ৫টা এমআরপি পাসপোর্ট প্রিন্টিং মেশিন আছে, তার মধ্যে ৪টাই নষ্ট।
যাদের আরব আমিরাতের রেসিডেন্সি ভিসা আছে, তারা মিশরে অন-অ্যারাইভাল ভিসা পায়। রাসেল ভাই, আমার ট্রাভেল এজেন্ট বন্ধুও নিশ্চিত করলেন যে তার এক বন্ধু সম্প্রতি মিশর ঘুরে এসেছেন।
বিদেশ ভ্রমণের বড় দুই খরচ হলো ফ্লাইট এবং হোটেল। Wizzair থেকে সস্তায় টিকিট পাওয়ার পর, Booking.com-এ হোটেল খুঁজে পেলাম। যেহেতু আমি পাঁচ তারকা হোটেলে কাজ করি, তাই আমি নিজে বিলাসী হোটেলে টাকা খরচ করতে পারি না। ৬৬২ দিরহামের (প্রায় ২২ হাজার টাকা) মধ্যে ৪ রাতের জন্য ৩ বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট পেলাম।
অ্যাপার্টমেন্ট থেকে নীল নদ দেখার সুযোগ হবে। আমাদের ফ্লাইট সকাল ৬:৫০-এ, তাই মাঝরাতে দুবাই থেকে রওনা দিতে হবে। আমরা ৬ জন, আর ট্যাক্সির ভাড়া প্রায় ৩৫০–৪০০ দিরহাম (১১–১২ হাজার টাকা)। তাই ঠিক করেছি, গাড়ি চালিয়ে এক বন্ধুর বাসায় রেখে দেব।
ভ্রমনের তথ্যের জন্য নিচের সাইট গুলি কাজে লাগবে।
বাজেট এয়ারলাইনস: https://wizzair.com
হোটেল বুকিং: https://booking.com
বাস টিকিট: https://bluebus.com.eg
ট্রেন টিকিট: https://www.enr.gov.eg/En
বুক করা অ্যাপার্টমেন্ট: Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪