অনেকেই বলে থাকে যে আগের দিনে মানুষ অনেক লম্বা ছিলো... এখন খাটো হয়ে যাচ্ছে...অনেকে বলে থাকেন আদম আ: ৮০-৯০ ফুট লম্বা ছিলেন... সত্যিই কি সেই রকমের লম্বা মানুষ হতে পারে?
কিছুদিন আগে সৌদিতে এক জামা বানিয়েছিল এক লোক কারন হাদিসে এসেছে... তিনি ৬০ কিবাত বা ৯০ফুট লম্বা ছিলেন...
শ্রীলংকাতে এডামস পিক বলে একটা পাহাড়ের চুড়ায় একটা পাথরে পায়ের ছাপের মতন আছে যেটা বুদ্ধর পায়ের ছাপ মনে করে এবং অনেক মুসলিমরা এটাকে আদম আ: এর পায়ের ছাপ বলে বিশ্বাস করে...
বিশ্বাস সকল ধমের মুল মন্ত্র... তাই ধামিকরা যৌক্তিক ভাবনার চেয়ে বিশ্বাসের উপরেই বেশি আস্থারাখে।
এই সুযোগই যে ধান্দাবাজেরা নেয় সেটা অন্ধধামিকরা বোঝে না।
অনেক নবীর মাজার আছে যেটা অস্বাবিক রকমের লম্বা... হাজারো মানুষ সেই মাজারে যায় এবং জিয়ারত করে, মানত ও হয়তো করে.. কিন্তু কেউই একটা যৌক্তিক প্রশ্ন করেনা্, যে এতো লম্বা কি কোন মানুষ হতে পারে?
ওমানের সালালা স্হানে ইমরান আ: এর মাজার বলে থাকে স্হানীয়রা।
https://www.youtube.com/watch?v=T2OhDd1nqgM
ইসলামের অনেক নবী এবং সাহাবার কবরের ছবি দাবীকরা একটি ভিডিও
https://www.youtube.com/watch?v=gMltnhXlRr0
যদি কোন মানুষ ৯০ ফিট লম্বা হয় তবে তার শরীর কিন্তু সেই অনুপাতে চওড়া হবে তাই না? তাহলে যখন কবর দেবে তখন অবশ্যই পুরো কবরের জায়গাটুকু ঘিরে দেবে যাতে তার শরীরে উপরে কেউ হাটতে না পরে... কিন্তু উপরে যেই ছবি আছে তাতে ৫০-৬০ ফুট লম্বা করবের প্রস্হে ৫-৭ ফুট... তাহলে এতো লম্বা কিন্তু এতো কম চওড়া তো সাভাবিক কোন মানুষ হতে পারে না তাই না?
আমার বন্ধু গত বছর ওমানের এই কবরটা দেখে আমাকে এই কথাই বলেছিলেন... তিনিও বিশ্বাসী...কিন্তু তার মনেও এই প্রশ্নটা এসেছে...
মানুষ আসলে কতটুকু লম্বা হতে পারে::--
ইতিহাসে এযাব সবচেয়ে লম্বা মানুষ ছিলেন ৮ফুট ১১.১ইন্চি লম্বা নাম Robert Pershing Wadlow (USA) (born 6:30 a.m. at Alton, Illinois, USA on 22 February 1918)।উনি মাত্র ২২ বছর বয়সে মারা গিয়েছিলেন.
দেখা গেছে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষই মানুষের বেশির ভাগই ৫০ বছর বয়সের আগে মারা গেছে এবং বেশির ভাগই মারা গেছে হৃদযন্ত্রের কাজ বন্ধ হবার কারনে।
https://gizmodo.com/why-do-giant-people-die-so-young-1792820899
কারন লম্বা হবার কারনে হৃদপিন্ডকে বেশি কাজ করতে হয়, অনেক লম্বা লোক ডায়াবেটিকসে ভোগে... আর লম্বা হলে তার শরীর চওড়াও হবে তার অথ` ওজন বেশি হবে।
এতো গেলো ৭-৮ ফুট লম্বা মানুষের কাহিনি... এখন আসেন ৮০-৯০ ফুট লম্বা মানুষ.... এটা কি আসলেই সম্ভব??????
মানুষ যত লম্বা হবে তার ওজনও তত বাড়তে থাকবে... তখন তার বাড়তি ওজন বহনের জন্য আমাদের মতন হাড়ের পক্ষে সম্ভব হবেনা।
লম্বা হবার সাথে সাথে তার শরীরের আয়াতনও বাড়বে... যেটাকে বলে স্কয়ার কিউব ল.. Click This Link
এখন যেহেতু মানুষের আকার লম্বা এবং দুই পায়ে শরীরের ওজন বহন করে তখন ৯০ ফুল লম্বা মানুষের সেই ওজন বহনের জন্য কি আমাদের মতন পা বা হাড় তা বহন করতে পারবে?? পারবেনা।
আমাদের শরীরের ওজন বাড়লে হাটুর জোড়ার কাটিলেজের উপরে চাপ পরে এবং সমস্যার সৃস্টি হয়...
তাই অত বড় ওজন ওয়ালা শরীরের জন্য যেই রকমের হাড়ের কাঠামো দরকার হবে সেটাকে তখন মানুষ বলা যাবেনা দানব বলতে হবে...
তারপরে আসবে সেই মানুষের হৃদপিন্ড... মানুষের ৫ লিটারের মতন রক্ত থাকে এবং সেটার ২০% মাথায় পাম্প করে...
তাই ৮০-৯০ ফুট লম্বা মানুষের জন্য কত বড় হৃদপিন্ড দরকার হবে??মানব শরীরের ৭% রক্ত থাকে... তবে ৮০-৯০ ফুট মানুষের শরীরের ৭% অনুযায়ী রক্তের জন্য অনেক বড় হৃদপিন্ড দরকার হবে।
জিরাফ অনেক লম্বা তার হৃদপিন্দ অনেক বড়...
এটা হাতির হৃদপিন্ড...
এটা নীলতিমির >> দুইটা বাচ্চা হাতির মতন নীলতিমির হৃদপিন্ড...
মানুষেরও এই রকমের অনেক বড় হৃদপিন্ড দরকার হবে... সাথে আছে লিভার,মস্তিক্স,ফুসফুস,কিডনি,পরিপাকতন্ত্র, এবং তাই সব মিলিয়ে অত লম্বা মানুষের ওজন কত হবে??
এতো ওজন নিয়ে কোন মানুষ সাভাবিক কাজ করতে পারবেনা। আমরাই ৭০-৮০ কেজি ওজন হলে গোড়ালী,হাটুতে ব্যাথার সমস্যায় ভুগি কারন হাটুর উপরের ওজন কিন্তু সবই দুই হাটুর কাটিলেজই সামলায়...
তাই ৮০-৯০ ফুট মানুষ আমাদের মতন সাভাবিক জীবন জাপন করতে পারবেনা।
তাই ৮০-৯০ ফুট লম্বা মানুষ কখনোই মানুষ হতে পারেনা। বড় জোর গড়ে ৭ফুট পযন্ত হতে পারে মানুষ।
কারন আসলে মানুষের গড় উচ্চতা গত ১৫০ বছরে ৪ ইন্চি বেড়েছে।
এই পোস্ট পরার পরে অনেকেই অনেক বড় বড় কঙ্কালের ছবি কমেন্টে দেবেন কারন আপনি বিশ্বাস করেন যে অনেক বড় মানুষের কংকাল আপনি নেটে দেখেছেন... তার একটা আমিই দিলাম...
এই রকমের কিছু ছবি ইন্টারনেটে আছে.... সেই গুলি ভুয়া... একটা গ্রাফিসডিজাইনের প্রতিযোগিতায় এই গুলি মানুষ বানিয়েছিলো... যদি বিশ্বাস না হয় তবে বলবেন লিংক দেবো।
এই বিষয়ে আরো জানতে হলে নেটে অনেক ভিডিও পাবেন....
একজন মানুষ কতটুকু লম্বা হতে পারে? এই সম্পকে আরো বিস্তারিত আলোচনা এখানে আছে:
https://gizmodo.com/5994755/how-tall-can-a-human-get
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯