এলোপ্যাথির বাইরে ২য় চিকিতসা হিসেবে অনেকেই হোমিওপ্যাথিকে পছন্দ করে থাকেন। বিশ্বের প্রায় সব দেশেই এই চিতিকসা প্রচলিত আছে। অনেকের বিশ্বাস এতে কাজ হয়। কিন্তু এর পেছনে কোন কাযকরী প্রমান এখনো নেই।
ইতিমধ্যে সুইজারল্যান্ড এবং ব্রিটিস National Health Service হোমিওপ্যাথিকে অকাযকর বলে এবং তারা এতে ফান্ডিং না করতে সুপারিশ করেছে।
কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার National Health and Medical Research Council http://www.nhmrc.gov.au/ ও তাদের এক গবেষনায় হোমিওপ্যাথি অকায`কারিতা সম্পকে মত দিয়েছে।
গবেষনা পত্রের লিংক:- Click This Link
আশাকরি আস্তে আস্তে সবাই এই বিষয়ে সচেতন হবে এবং এই পানি, স্প্রিট আর চিনির বড়ির চিকিতসা সম্পকে ধারনা পাল্টাবে।
ব্লগার আত্মমগ্ন আিম এর ব্লগে ব্রেনটিউমারের রোগীর হোমিওপ্যাথি চিকিতসার বিষয়ে লেখা। Click This Link
হোমিওপ্যাথি নিয়ে আগের লেখা:-
* হোমিওপ্যাথি ____ ঔষুধ না ফাকি? ১ম পব` ( তৈরি পদ্বতী) Click This Link
* হোমিওপ্যাথি ____ ঔষুধ না ফাকি? - ২য় পব` ( পানির ম্যমরী ) Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১