জেনে রেখ সেই পাহাড়ের শেষাংশে
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে
হাজার বছরের আখ্যান হয়ে
পথচেয়ে একটি পাখি,একাই সে ডানা মেলে
নক্ষত্রের মিছিলের আগে
রাত্রি নামার আগেই ঘরে ফিরে সে,
মাঝরাতে যখন অন্য বিহঙ্গ সুপ্তিমগ্ন
তখনো সে জেগে থাকে,যদি ঘরে ফিরে সে।
ভোরের আলো ফোটার আগে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে তারই কন্ঠ পাহাড়ের গায়ে,
প্রার্থনা করে সে,ঊড়ে যায় অরণ্যের অন্তরালে।
শুনে দেখ ভাষাহীন গুঞ্জরন,
জাগায় কিনা প্রাণ জাগরণ।
যেমন করে নিদ্রা হতে জেগে
চোখ খুলে দেখ কোন সে জগত।