তবুও সমাজে, নারী অনিরাপদ কেন! বাচ্চা একটা মেয়ে বোনের শশুর বাড়ি গিয়ে, কেন ধর্ষনের শিকার হবে! একটা নারী, কেন ইভ টিজিংয়ের কবলে পড়বে। একা রাস্তায় তার জন্য অনিরাপদ হবে।
যারা অপরাধ করে, যারা ধর্ষন করে, যারা নিপীড়ন করে , তারা সবাই কেন আলেপ উদ্দিন হবে, যে মনে করবে , ধর্ষণ অনুমোদিত ।
আলেপের প্রশ্রয়দাতার পতন হইছে, এখন আপনারা আর নতুন করে সিভিল আলেপদের প্রশ্রয় দিবেন না, প্লিজ ।
যেখানেই সহিংসতা সেখানেই দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এটাই হতে হবে। এটাই হবে আগামীর বাংলাদেশে, নইলে আমরা আস্থাহীনতার অতল গহ্বরে ডুবে যাবো। সেটি হতে দিতে পারেনা, নতুন প্রজন্ম । নারীর জন্য নিরাপদ হোক এই বাংলা ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৫