ছবি: Click This Link
কত কী মনে আসে। লিখি। আবার কাটি। যেনো, আমি সেই পুরনো দিনের কবি!
লিখি, কাগজে! ছিঁড়ে ফেলি আবার! তবু্ও লেখাটা শেষ করা হয় না, তবুও...।
এদিক সেদিক বহুদিক-- সব দিক আমলে নিয়ে লেখাটা শেষ করলেও মনে সন্দেহ থেকে যায়!
তাই আর পোস্ট করা হয় না।
আইন রপ্ত করতে হবে, আগে। তারপর লেখা। এটাই এখন ঘোরে মাথায়। কিন্তু এত আইন পড়ে মনে রাখতে পারিনা
তাই এখন আর লিখি না।
কোন শব্দে কার কই আঘাত লাগে, কে কই ব্যথা পায়, কার কত অসুবিধা। সব আমল করতে হয়!
কার তখত নড়ে, কার দিলে লাগে চোট-- এত সব বিবেচনা করতে করতে আর লেখা হয় না।
আইন মানতে, আইনের কথা ভাবতে ভাবতে লেখার ইচ্ছে্টা আর বাঁচে না!
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪