ছবি- অন্তর্জাল
জানে--পাপ!
তবুও আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকে দু'জন!
বহু নারী সঙ্গ উপভোগ (!) করা পুরুষ কিম্বা বহু পুরুষ সঙ্গ উপভোগ (!) করা
নারী----
কাম-ই যেখানে নৈবেদ্য, তবুও কিসের টানে বারে বারে বহুবারে
দেখা মিলে তার!
কেন! বৈচিত্রই যদি তার প্রত্যাশিত তবুও কেন একই নারী!
একই পুরুষ!
কাজল রেখা- শাপলা ফুল
পৃথিবীর আদিমতম কামাগুন
পুড়ে যায়! পুড়ে যায় বিকাল, সন্ধ্যা-রাত!
নেমনতন্ন করে বার-বি-কিউ হয়!
ঘেমে যায় নেয়ে যায় পাপানুতাপে!
তবুও আরেকবার শোয় দু'জনে-কামের টানে!!
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪১