উরি হামলার পর পাকিস্তানের সাথে যৌথ মহড়া বাতিল করতে মস্কোর কাছে করা দিল্লীর অনুরোধ প্রত্যাখ্যাত হয়েছে সরাসরি। কূটনৈতিক ক্ষেত্রে এটি একটি বড় ধরনের পরাজয়।
বিশেষ করে পাকিস্তানকে আন্তর্জাতিক পরিসরে একঘরে করার ঘোষণা দিয়ে লবিংয়ে নামা ভারতের জন্য এটি খুবই নেতিবাচক সংবাদ হিসেবে দেখার বিকল্প নেই।
রাশিয়ার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার এই সংবাদ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে। কিন্তু বাংলাদেশের সংবাদমাধ্যমে বিপরীত চিত্র! উল্লেখযোগ্য কেউ সংবাদকে ‘পিক’ করেনি!
শুক্রবার রাত ১০টা পর্যন্ত অনলাইনে দেখা গেছে, একমাত্র বাংলানিউজ সংবাদটি প্রকাশ করেছে “যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তানে রুশ বাহিনী”। একদম সাদামাটা শিরোনাম।
কিন্তু রাশিয়ার পত্রিকা ‘রাশিয়া ইনসাইডার’ শিরোনাম করেছে “Russia Rejects Indian Plea to Cancel Drills With Pakistan”। অর্থাৎ, পাকিস্তানের সাথে মহড়া বাতিলের ভারতীয় অনুরোধ প্রত্যাখ্যান করল রাশিয়া”।
অপরদিকে কোলকাতার অনলাইন কোলকাতা২৪ লিখেছেন, ভারতের অনূরোধ রাখল না রাশিয়া, পাকিস্থানের সাথে যৌথ মহড়া শুরু । কয়েকদিন থেকেই ভারতীয় মিডিয়া প্রচার করছিলো যে, রাশিয়া এই মহড়া বাতিল করেছে। আজকে ভারতীয় প্রায় সব মিডিয়া এটিকে গুরুত্ব দিয়ে প্রচার করলেও এনিয়ে কোন নিউজ করেনি বাংলাদেশের ভারত-দাস মিডিয়া।
বাংলাদেশের মিডিয়ায় ভারতের এই পরাজয়কে এড়িয়ে যাওয়া দৃষ্টান্তটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। শিল্পপতিরা এখন সবাই তাদের প্রতিষ্ঠান পরিচালনায় ভারতীয় কর্মকর্তা নির্ভর হয়ে পড়ছেন বলে তাদের অর্থায়ন করা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াগুলো ভারত বিষয়ক নেতিবাচক খবর, যেখানে ভারতের ব্যর্থতাকে তুলে ধরা হয় - এমন খবর এড়িয়ে চলার প্রবণতা দেখা যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩১