নৈঃশব্দের সবক
১
এ এক অর্ন্তগত শব্দজাল
নৈঃশব্দের সবক।
যাকে বেশি ভালোবাসো
তার প্রকাশ থাকুক নিরুত্তর।
হৃদয় বাজী রাখতে যেওনা পুরুষ
বোঝার ক্ষমতা নেই সে মনের
রমনী এমনই নিষ্ঠুর।
২
পৃথিবীর আদি কান্নার নাম নৈঃশব্দ
প্রাচীন হাসির নামও তাই।
রমনীর হৃদয় ভরা আদি সুর,
কঠিন পাথরের আবেষ্টনী।
পথ খুঁজে পাবেনা পুরুষ।
যদি পাও জেনে নিও
কেন এত আবেগী রমনী!
৩
চোখ থেকে ঝেরে ফেল সব ইশারা
সবকিছু থমকে যাক আগের মতন।
নিঃশব্দের ভাষা হোক তীব্র প্রখর।
দেখি তোমায় সেভাবেই চিনতে পারি কি না?
দেখি তুমি শব্দহীন কতটা সুন্দর !
-নাজিয়া ফেরদৌস
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ৯:৪১