এশিয়া সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখন ইন্দোনেশিয়ায় রয়েছেন। পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশে পৌঁছে তিনি জোর দিয়ে বলেছেন, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের ‘আরও অনেক কিছু’ করার আছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে অর্থনীতি, নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে যুক্তরাষ্ট্র তার সহযোগিতা আরো সম্প্রসারিত করবে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো ব্যামব্যাং- এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক পুনস্থাপনে আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমাদের আরো অনেক কিছু করার আছে।
প্রেসিডেন্ট হিসেবে এটি ওবামার প্রথম সফর হলেও ইন্দোনেশিয়া তার জন্য স্মৃতি বিজড়িত। তার শৈশবের চার বছর এখানে কেটেছে। বক্তব্যে সেই স্মৃতি বলতে গিয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মাণে ইসরাইলি চেষ্টার কঠোর সমালোচনা করে বলেন, যখন শান্তির জন্য সমঝোতা প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে তখন এ ধরনের কার্যক্রম কখনোই আশাব্যাঞ্জক নয়।
আগামীকাল বুধবার জাকার্তায় অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদে ওবামার ভাষণ দেয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে- মুসলিম বিশ্বকে আলোড়িত করা গত জুনে কায়রোতে দেয়া বহুল আলোচিত সেই বক্তব্যেরই প্রতিফলন ঘটবে এই বক্তব্যে।
মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় হোয়াইট হাউজ থেকে জানান হয়েছে, ওবামা সেখানে তার সফরের সময় কমিয়ে আনবেন। এই অগ্ন্যুৎপাতের ঘটনায় বিমান চলাচলে সমস্যা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।