ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিকে নতুন ঐক্যের সরকারের প্রধান মনোনীত করে ক্ষমতা ভাগাভাগির সমঝোতায় পৌঁছেছে ইরাকের রাজনৈতিক জোটগুলো। এ সমঝোতার মধ্য দিয়ে সাম্প্রতিক নির্বাচনের পর সরকার গঠনে দেশটিতে চলে আসা দীর্ঘ আট মাসের অচলাবস্থার অবসান হয়েছে। সূত্র: আল- জাজিরা অনলাইন।
নূরি আল-মালিকির বিরোধী সুন্নি সমর্থিত ইরাকিয়া কোয়ালিশন তার নেতৃত্বে সরকারের যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক মাসের ধারাবাহিক আলোচনার পর বৃহস্পতিবার ইরাকিয়া কোয়ালিশন কুর্দি জোটে যোগ দিয়ে পরবর্তী চার বছরের জন্য মালিকিকে সমর্থন দেয়ার ঘোষণা দেয়।
আলোচনার মধ্যস্থতাকারী আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাষ্ট্রপতি মাসুদ বারজানি বলেন, ‘এটা ইরাকি জনগণের জন্য বড় বিজয়। অবশেষে সে কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে।’
কুর্দি জোট থেকে জালাল তালাবানি প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকবেন। ইরাকিয়া নেতা আইয়াদ আলাবি নতুন নিরাপত্তা পরিষদের নেতৃত্বে থাকবেন বলে আশা করা হচ্ছে। মূলতঃ প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করতে এ পরিষদ গঠন করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, এ রাজনৈতিক সমঝোতায় বর্তমান প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি সুস্পষ্টভাবে বিজয়ী হয়েছেন। অবশ্য সুন্নিরাও একেবারে বঞ্চিত হয়নি।
ইরাকিয়া কোয়ালিশনের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, ওসামা আল-নুজাইফিকে ইরাকিয়া পার্লামেন্টের স্পিকার হিসেবে মনোনীত করেছে।
প্রসঙ্গত, গত ৭ মার্চে ইরাকে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ও বিরোধী জোট কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠন নিয়ে শুরু হয় অচলাবস্থা। ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে ঐক্যের সরকার গঠনের মধ্য দিয়ে এ অচলাবস্থার অবসান হয়েছে।
সূত্র-ইন্টারন্যাশনাল ডেস্ক, ১১ নভেম্বর (আরটিএনএন ডটনেট)--