সফল পারমাণবিক ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত।
ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৫ নভেম্বর (আরটিএনএন ডটনেট)-- অষ্টমবারের মতো পরীক্ষামূলকভাবে অগ্নি-১ নামের একটি দূরপাল্লার পারমাণবিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির উড়িশ্যা প্রদেশের সমুদ্র উপূকলীয় মরুময় স্থানে ৭০০ কিলোমিটারগামী এ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষে আইটিআর (ইন্টিগ্রেটেডে টেস্ট রেঞ্জ) এ পরীক্ষা চালায়।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে উড়িশ্যা কোস্টের পূর্বপ্রান্তে স্থাপিত লাঞ্চপ্যাড-৪ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এ মিসাইলটি ঘণ্টায় ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ‘ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও) এর সহায়তায় প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এসএফসি (স্ট্যাটেজিক ফোর্স কমান্ড) এ উৎক্ষেপণ কাজে অংশ নেয়।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নয়া আবিষ্কৃত এ মিসাইলটি সড়ক ও রেল উভয় পথে উৎক্ষেপণ করা সম্ভব।
প্রসঙ্গত, ২০০২ সালের ২৫ জানুয়ারি প্রথমবারের মতো অগ্নি-১ নামের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ভারত। এরপর অধিকতর গবেষণায় মিসাইলটির মানোন্নয়নের ধারাবাহিকতায় ২০০৩ সালের ৯ জানুয়ারি একই জায়গা থেকে দ্বিতীয়বার এবং ২০০৪সালের ৪ জুলাই তৃতীয়বারের মতো এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।