ফায়ারফক্সে ওপেন করা কোন ওয়েবসাইট থেকে সেখানকার কোন শব্দ সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে সার্চ করার পদ্ধতিটি খুবই সহজ। শব্দটি সিলেক্ট করতে হয় এরপর মাউসের ডান বাটন ক্লিক করে মেনু থেকে Search Google for অপশনটি নির্বাচন করতে হবে। তাহলে একটি নতুন উইন্ডোতে সার্চের ফলাফল দেখা যাবে।
তবে হয়তো আপনি উবুন্টুতে কোন PDF, ডকুমেন্ট ফাইল বা টারমিনালে কোন ম্যানুয়েল পড়ছেন সেখানে মাউসের ডান বাটনের মেনুতে এমন কোন অপশন নেই। কিন্তু আপনার যে খোজার প্রয়োজন হবে না এমনটি নয়। খোজার এই সুবিধাটি যুক্ত করতে পারেন googlizer সফটওয়্যারটি ব্যবহার করে। সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার বা Add/Remove থেকে ইনস্টল করে নিতে পরবেন সফটওয়্যারটি। ইনস্টলের পর Applications >> Internet মেনুতে পাওয়া যাবে সফওয়্যারটি। প্রয়োজনে প্যানেলে যুক্ত করে নিতে পারেন।
ব্যবহার করার পদ্ধতি খুবই সহজ। কোন লেখা নির্বাচন করে googlizer আইকনে ক্লিক করতে হবে। যদি কোন ফায়ারফক্স উইন্ডো ওপেন করা থাকে তবে সেখানে নতুন একটি ট্যাবে সার্চ করার ফলাফল দেখাবে আর যদি ফায়ারফক্স ওপেন করা না থাকে তবে ফয়ারফক্স চালু হয়ে ফলাফল দেখাবে।
googlizer ব্যবহার করে http://www.google.com ওয়েবসাইটে খুজে ফলাফল দেখানো হয়। তবে খোজার জন্য এই সাইটের পরিবর্তে গুগলের বিভিন্ন লোকালাইজ্ড সাইট বা গুগল ছাড়াও অন্যন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করা যাবে । পরিবর্তন করার জন্য প্যানেলের আইকনটিতে মাউসের ডান বাটন ক্লিক কর Properties সিলেক্ট করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে। সেখানে command এর পাশের খালি জায়গায় যেঠিকানা লেখা হবে ডিফক্ট সার্চ ইঞ্জিন হিসাবে সেটি কাজ করবে। যেমন http://www.google.com.bd সাইটটি ব্যবহার করতে চাইলে সেখানে লিখতে হবে
googlizer –url http://www.google.com.bd/search?hl=bn&q=
http://www.bing.com, http://www.yahoo.com বা http://www.ask.com এর জন্য লিখতে হবে
googlizer –url http://www.bing.com/search?q=
googlizer –url http://search.yahoo.com/search?p=
googlizer –url http://www.ask.com/web?q=