তিন লক্ষ দেশ প্রেমিক যদি এক সঙ্গে একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত গাইতে পারে, দেশ রক্ষায় ব্যার্থ দুই নেত্রীর বাসভবনের সামনেও এক হইতে পারে, এবং দ্রুতই হওয়া উচিত। অনেক ধানাই পানাই নয় ছয় হইছে। কোন অশ্বাস নয়, দেশ রক্ষার দাবী আদায় করে নিতে হবে নগতেই।
সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান, আমরন অন্বেশন এমন কি ডিম মারাও যাইতে পারে।
বিভিন্ন সময় দেশ ও জনগনের জান মাল ধ্বংসের জন্য যদি দুই নেত্রি উস্কানি দিতে পারে। তবে বাংলাদেশের দালাল হয়ে দেশ রক্ষায় এ ধরনের প্রস্তাব বলেন আর মতামত বলেন দিতেই পারি।
মানুষ জ্বলসে যাচ্ছে, অর্থনিতী ধ্বংস হয়ে যাচ্ছে, আমজনতা ঘরে বন্ধী হয়ে পরছে, পেটের দায়ে জীবনের নিরাপত্তা নাই যেনেও ঘর থেকে বের হতে হচ্ছে। আর উনারা তামাশা করছেন আর দেশ রক্ষার বুলি আওরাচ্ছেন।

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯