গল্প কবিতা গানে বরেণ্য সব লেখক কবি সাহিত্যিক গুণীজনদের বলে যাওয়া বাংলার মাটির গুণগান অনেক শুনেছি। রূপকথার কথা ভেবে ঘুরেছি কল্পনার জগতে দিবাস্বপ্ন মোহে।প্রকৃতপক্ষে এ স্বপ্ন নয়, নয়'তো ও'ভাই কল্পনার রূপকথা, এ যে সত্যি, এ যে মহা বাস্তবতা! এই বাংলার রসাল মাটির রসে সোনার চাষাবাদ করা হয়, ফলে সোনার ফসল। সোনালী ধানের সাথে খেলা করে সোনালী রোদ্দুর। চারিদিক সবুজের মেলা, মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে বয়ে চলা নির্মল সুশীতল বাতাসে বসে বছর শেষে তৃপ্তির ঢেকুর আমরাই তুলি। গৌরব আর সুখাবহে উঁচু শিরে আমরাই ছাড়ি তৃপ্তির শ্বাস। সাবাস বাঙালি আর বাংলার ভূমি, সকল দেশের সেরা ও'ভাই আমার দেশের মাটি।
প্রত্যন্ত পল্লী গাঁয়ের মেঠোপথ মাড়িয়ে সবুজের সন্ধানী মনটাকে নিয়ে চলেন সোনা ফলানো মাটির খুব কাছাকাছি। দেখুন বাংলার সোনা ফলা ফসলের মাঠ। ঢেউ খেলে চলা ফসলের দোলায় দোলবেই আপনার মন, মুহূর্তে ভরে উঠবে বিষাদিত শূন্য হৃদয় সুখের আবেসে। খুঁজে পাবেন কর্মব্যস্ত যান্ত্রিক জীবনের তৃপ্তি আর মনের খেয়াঁলেই গেয়ে উঠবেন 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি'।
ছবিগুলো নেত্রকোনা জেলার মদন উপজেলা শহর থেকে কদমশ্রী পথে সিএনজি থেকে মুঠোফোনে তোলা
আমার বর্তমান কর্মস্থল হাওড় অঞ্চলে, এখানে মাটির খুব কাছাকাছি দেশের শেকড়ের মানুষদের সাথে থাকি। পল্লী গাঁয়ের মানুষদের মুখের হাসি দেখেছি এবার কাঙ্ক্ষিত ধানের ফলন ভরা মাঠে। গতবছরের অকাল পাহাড়ি ঢলে ভেসে যাওয়া সুখ এবার ফিরে এসেছে কৃষকের ঘরের দোয়ারে। পর্যাপ্ত মাছের দিন শেষে ফসলে ভরে উঠেছে হাওড় অঞ্চলের ফসলা মাঠ। অতি নিচু জমিটিরও পানির নিচে জমে থাকা মাছ ধরে সেখানে রোপণ করা ধানগাছ এখন সোনালী ধানে ধানে ভরে উঠেছে। ভরে উঠেছে কৃষকের মনও নিবিড় আনন্দে। কোনপ্রকার খরচ নেই, নেই রোপণ ব্যতীত কোনপ্রকার পরিশ্রমও। সোনার মাটি সোনার ফসলে ভরে দেয় মাঠ, নতুন স্বপ্নে কৃষকের চোখ চকচকে হয়ে উঠে।
কোন এক সিনেমায় মিঠুনের বলা কিছু কথা খুব মনে পড়ে গেলো আজ, "আমাকে তিনটি জিনিষ দেন শ্রম, সততা আর দেশপ্রেম, আমি আপনাদের সোনার বাংলা উপহার দেবো"। আজ এ পথে যেতে যেতে কথাগুলোর সত্যতা উপলব্ধি করলাম।
[আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত ]
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯