মনের মানুষ পাইলাম না-রে (গান)
আমার-
মনের মানুষ-পাইলাম না-রে ঘুরেও আজীবন।।
কতো ঘাটে বাঁধলাম তরী।।
জুটলো না তবু- একটি মন।
মনের মানুষ-পাইলাম না-রে ঘুরেও আজীবন।।
যৌবনের শুরুতেই আমি-করছিলাম যে ভুল,
সারাজীবন চোখের জলে-দিলাম সে মাশুল।।
ভুল মানুষের মিথ্যে প্রেমে।।
মিথ্যে হইল সব স্বপন...।
মনের মানুষ-পাইলাম না রে ঘুরেও আজীবন।।
বলছে কতোই তোমায় ছাড়া যাবো গো মরে,
মনের যতো বিশ্বাস তাকে দেই... বাকিটুকু পড়ুন