somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

আমার পরিসংখ্যান

নাঈম জাহাঙ্গীর নয়ন
quote icon
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মনের মানুষ পাইলাম না-রে (গান)

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ২৬ শে জুন, ২০১৯ রাত ২:৫৫



আমার-
মনের মানুষ-পাইলাম না-রে ঘুরেও আজীবন।।
কতো ঘাটে বাঁধলাম তরী।।
জুটলো না তবু- একটি মন।
মনের মানুষ-পাইলাম না-রে ঘুরেও আজীবন।।

যৌবনের শুরুতেই আমি-করছিলাম যে ভুল,
সারাজীবন চোখের জলে-দিলাম সে মাশুল।।
ভুল মানুষের মিথ্যে প্রেমে।।
মিথ্যে হইল সব স্বপন...।
মনের মানুষ-পাইলাম না রে ঘুরেও আজীবন।।

বলছে কতোই তোমায় ছাড়া যাবো গো মরে,
মনের যতো বিশ্বাস তাকে দেই... বাকিটুকু পড়ুন

৪৮ টি মন্তব্য      ১৯৭১ বার পঠিত     like!

কেমনে মিলবে মাফ

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ১৭ ই মে, ২০১৯ রাত ৮:১৪



কিসের বড়াই করিস'রে-মন দুনিয়ার উপর,
মরলে কদিন পরে কেউ-তোর নিবেনা খবর!
গড়লো কতই প্রাসাদ মঞ্জিল ধন-ক্ষমতা ব'লে,
রইলো না কেউ দম-ফুরাতেই সবাই গেল চলে।

দালানকোঠা ধনসম্পত্তি ভাবিস-না মন তোর,
অন্ধকারে হারাইবে সব আসবেনা আর ভোর।
সৃষ্টি-সুখের উল্লাসে মাতো বিলাও মানুষে নিজ,
এরচেয়ে বড় হয়না কিছুই ধনসম্পদ কি চিজ।

আমীর ফকির উত্তম অধম এইতো ভবের খেলা,
অনন্ত জীবন মানব... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩১৭ বার পঠিত     like!

সেদিন করো ক্ষমা

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ১২ ই মে, ২০১৯ সকাল ১০:৩৭



যেদিন মরে যাবো সেদিন অ-নে-ক কাঁদবে তুমি,
কান্নাভেজা সে'মুখ দেখতে পারবোনা শুধু আমি!
তোমার আগেই অনেক স্বজন শুনবে মরণ খবর,
কষ্টে সেদিন সবার চোখে'ই বইবে দুঃখের নহর।

শেষ দেখাটা দেখে-ই ঢাকবে আমার নিথর দে-হ,
কতটা প্রিয় তোমার ও'মুখ জানবেনা আর কে-হ!
তোমার আগেই কেউবা দিবে বুজে চোখের পাতা,
সাধ থাকিলেও সেদিন তোমায় হবেনা আর দেখা!

কিভাবে হা-য়... বাকিটুকু পড়ুন

৩৫ টি মন্তব্য      ৫৬৮ বার পঠিত     ১০ like!

গর্বিত আমি জন্মেছি এই দেশে

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩০



চলার পথে চোখে পড়া অনিয়ম বা দেশের দুর্নীতির অভিযোগ তুলে অনেকেই মনে করে থাকেন বা মৌন সম্মতি দিয়ে থাকেন 'এই দেশে জন্ম নিয়ে পাপ করেছেন হয়তো' এমন কথায়! তাদের উদ্দেশ্যে আমর কিছু কথা বলতে খুবই ইচ্ছে করছে আজ। হ্যা তাদেরকেই বলছি-  এইদেশে জন্ম নেয়া পাপ না ভাই, জন্ম... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৬৩৩ বার পঠিত     like!

ভুল মানুষে বাঁধিলে মন

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৮



ভুলে ভুলে যায় রে জীবন-
ভুল মানুষে বাঁধিলে মন।
মিলবে না জীবনের হিসেব-
শেষ বেলায় কষিবে যখন।

বিষাদে ভরে'গো সময়-
মন মানুষ যদি দূরে রয়,
ঘুম হারিয়ে দুচোখ থেকে
নিত্যদিন জলের ধারা বয়।
ছলনায় বিশ্বাস হারিয়ে-
বলবে বিধি দাও গো মরণ।

শূন্যতায় ভরে চারিধার-
রবে না কেউ দুঃখ বুঝার,
আপন মানুষ পর হলে'যে-
থাকেনা কিছুই হারাবার।... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩৯৯ বার পঠিত     like!

|| দিশেহারা ||

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২১



আমি উম্মাদ আজ-
পথের ভুলে দিশেহারা,
বিষণ্ণ সময়, কন্টক পথ-
সঙ্গী বিরহ যন্ত্রণা।

পথের টানে পথিক আমি-
সকাল সন্ধ্যা রাত্রির,
নই মন্থর- ছুটি দুরন্ত-
সদা থাকে এই মন অস্থির।

ডাকি ঈশ্বর, হইলো পর-
যাদের ভেবেছি আপন,
একা নির্জন- পথ দুর্গম-
বক্রতায় জীবন যাপন।

কে'চায় বল আঁধারের কালো-
পূর্ণিমা কোন রাতে,
বেরসিক মেঘ হানা দেয় বেশ-
ঢেকে দেয় জ্যোৎস্নাকে।

নিঃস্ব এ'রাত ব্যস্ততায় চাঁদ-
ভরতে... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩৫৭ বার পঠিত     like!

|| নেশার টানে ||

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ২২ শে মার্চ, ২০১৯ রাত ৩:০১



ঘর হারিয়ে বেঘোর আমি,
মন হারিয়ে মৃত;
তৃষ্ণার্ত আজ মরুর বুকে-
কেমনে রই জীবিত!

সৌরভ ছড়িয়ে যাবো
নই'তো গোলাপ ফুল,
পথ হারানো পথিক চোখে
স্মৃতির জ্বালা- ভুল।

নেশার টানে ভুলিয়ে রাখি
সুখের সেদিন-গুলি,
যেদিন-গুলো মনের মাঠে
উড়ায় স্মৃতির ধূলি।

আর কতদিন নেশার ঘোরে-
মনটাকে পোড়াবো,
কাষ্ঠ হয়ে পুড়বো নিজকে-
সূর্য হয়ে জ্বলবো!

এইতো জীবন নেশার বোতল
নিত্য সঙ্গী করে,
সবাইকে বিদায়... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৯৫৮ বার পঠিত     like!

কষ্টের অশ্রু ফোটা দুই

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১১



আমি কিন্তু কবি নই...!
মনের কথা আর হারানো স্বপ্নগুলো,
স্মৃতি'র ভেলায় ভেসে সামনে চলে আসে,
সেগুলোই লিখে রাখি কোনরকম, এটুকুই।

আমার কষ্টগুলো যেনো সব অদ্ভুত!
দুঃখ করিনা আর সেগুলো ভেবে,
চাতকের মত চেয়ে থাকি-আসবে যমদূত;
মুহূর্তেই শূন্যে ভাসিয়ে নিয়ে যাবে বহুদূর!
সেই ভাসমান স্বপ্ন-যাত্রার পথ'কে ভাবি, 
হারিয়ে যাওয়া স্বপ্নের কথাগুলোই লেখি-
চাই না কোনভাবে বাকি থাকুক কিছুই।

আমার শৈশব, কিশোর, যৌবনের... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ৫৯৫ বার পঠিত     like!

|| Burning || দহন ||

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১২:৪৭



সেই জন্ম থেকেই চলছে জ্বলতে থাকা,
এখনও হলো না শেষ এই দুঃসহ দহন!
পোড়া মন নিয়ে আরও'যে কত হবে চলা-
খোদা জানেন- আমারও হয় ইচ্ছে ভীষণ।

মুক্তি চাই, সমাপ্ত হোক নিদারুণ যন্ত্রণা,
ঘুচে যাক সীমাবদ্ধতা-মুক্ত হোক বচন।
সেখানেই লুকায়িত সকল ভালো লাগা,
আমার সুখ-মন ভাবের বিশ্লেষিত কথন।

মানুষ-বিদ্বেষানলে ধ্বংসিত হয় মানবতা,
বিবেকহীনতার উল্লাসে বিবেকের ক্রন্দন।
অসত্যের... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৭৫ বার পঠিত     like!

আমি করবোই জয়

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭



হাজার বছর বাঁচবো আমি-
জয় যদি করতে পারি- দেশ-জনগণের হৃদয়!
ডরি না'ক কভু দুর্বৃত্তের গুলি,
ঘাতকের আঘাতেও কভু করিনা তো ভয়।
নির্ভীক আমি- সত্য উন্মেষী,
আমি মনে করি খোদা বুঝি-
এখানেই রয়।।

আমি শোষিতের, সত্যের কাণ্ডারি,
সত্যকে বুকে ধারণ করে-
হোক না যদি মরণ হয়!
লক্ষ্য নির্দিষ্ট, চেতনায় তেজস্বী-
দৃঢ় বিশ্বাস মনে-
অন্যায়'কে পিষিয়া সত্যের করবো জয়।
গড়ল ধ্বসিয়া কেবল সরল'কে... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

আমি'তো ওপারের যাত্রী

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮




কোন কোন রাত্রি-
সহস্র রাতের চেয়েও বড় হয়ে উঠে,
থমকে দাঁড়ায়- যেন আর হবেইনা শেষ!
নিঃস্ব একা জীবনের অনুভবে যখন শূন্যতা-
নিঃসঙ্গতা ঘিরে থাকে এই মন অন্তর,
প্রতিটি মুহূর্ত আমার হয়ে ওঠে একেকটি বছর।
ভালোবাসার গল্পটিও ভরে যায় বিষণ্ণতায়-
ছন্দ হারিয়ে কবিতা'রা সব হয়ে যায় গদ্যময়,
থাকেনা উচ্ছ্বাস- অনুভূতি হয়ে যায় নিষ্প্রাণ,
সহসা চোখ দুটো তখন হয়ে ওঠে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৬৯৫ বার পঠিত     like!

|| ফাগুন জ্বালা ||

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬



সখী'গো আজ মনের ঘরে
লাগলো বুঝি আগুন,
জ্বলছে অঙ্গ হৃদয় তাপে
যাইব কেমনে ফাগুন!

বল না সখী গাছের শাখায়
কেন'বা দোলে ফুল,
মন কেন'রে উথাল পাথাল
চাইছে করতে ভুল!

ওই'দেখ সখী গাছে গাছে
ফুল পাখিদের খেলা,
বসন্তের এই ফাগুন দিনে
কেমনে কাটাই বেলা!

বল'না সখী এ'কোন অসুখ
ধরলো আমার মনে,
আহার... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৬২ বার পঠিত     like!

আমি পেয়েছি ভালোবাসা

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২




কবির মনের আকাশ জুড়ে আজ সাদাকালো মেঘের মতই ভেসে বেড়াচ্ছে মহা-কালের চিন্তা'রা সব, যেন মাথার ভেতর ভ্রমর দিয়ে কেউ ছিদ্র করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। নাহ! আর যেন সহ্য করতে পারছেনা কবি! সবকিছু'তে কেমন যেন বিষাদের ছায়া দেখতে পাচ্ছে, ঘরে আর থাকতে পারছেনা কিছুতেই...! কেউ যেন টানতে টানতে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৬৯৬ বার পঠিত     like!

বুঝবেনা সে বিষের জ্বালা

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫



গাঁয়ের মেঠোপথে যেতে যেতে দেখেছি তোমায়,
এই হাতে ও'হাত রেখে কত-দিন বলতে আমায়!
'আমার সুখ বুঝি সবটুকু এই বুকে,
চাই'গো হাসতে আমি তোমার সুখে;
তোমার বাহুডোরে হবে মরণ- বাঁচি এই আশায়'।

গোধূলির রঙে সেজে ঘাসের উপর বসে দু-জন,
দেখছিলাম সূর্যাস্ত- ছিল চোখ-জুড়ে কত-স্বপন!
কতো মায়া মমতা আ-র ভালোবাসা-
ছিল আমার'ই জন্য! দিচ্ছিলে আশা-
বাঁধিবে ঘর-একসাথে বাঁচবে- মধুর হবে জীবন।

সারারাত... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩৬১ বার পঠিত     like!

অধরাই থেকে গেলে তুমি

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০২



ভালোবাসার মানুষ হারিয়ে-
প্রেমিক হয় জীবন্ত লাশ, আর প্রেমিকা!
সুখ স্বাচ্ছন্দে করে স্বামীর বাড়িতে বসবাস।
হয়তো হবেনা কেউ দ্বিমত এখানে, আমিও না;
তবুও ভালোবাসি, ভালবাসে মানুষ ধরণী তলে।

ভালোবাসার আঠা বলতে যা বুঝেছি-
তার নাম হলো বিশ্বাস।
আমার তো মনে হয় এমনই-
বিশ্বস্ত না হয়ে কভু জয় করা যায়না কারো মন।
বিশ্বাস এক দিনে হয়না গাঢ় কখনো... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৬৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩১৬৭০৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ