নীলপরি আপুর কবিতা 'তর্পণ' গানে রূপান্তরিত করতে পেরে আনন্দবোধ করছি, কৃতজ্ঞতা পরি আপুর প্রতি
মৃত কথার ভস্ম ওড়ে
কেউ রাখেনা খেয়াল তাদের
এই বিশ্ব চরাচরে!!
গাছের পাতায় রোদের রূপটান
কেউ বোঝেনি কার ছিল
নীরব নিভৃত অভিমান!!
ও ম-ন.... মন-রে....
সময়- সুদক্ষ আততায়ীর মতো
ছিন্ন-ভিন্ন করেছে সব
ভালো লাগা ছিল যতো!!
ও ম-ন.... মন-রে....
হৃদয়ে বইছে নীল-বিষাদ-নদী
কথা-ভস্মের করছি তর্পণ
কখনো সে জানত যদি!!
ও ম-ন.... মন-রে....
কেউ রাখেনা খেয়াল তাদের
এই বিশ্ব চরাচরে!!
গান : কেউ রাখেনা খেয়াল তাদের
লেখক : নীলপরি
সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
প্রিয় কবি নীলপরি আপুর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকে আমার সামান্য চেষ্টা। জানিনা সুরটা কারো ভালো লাগবে কিনা! তবে কবিতাটি গানের মতো করে গাইতে পেরেছি তাতেই নিজেকে ধন্য মনে করছি। কারণ, নীলপরি আপুকে দেয়া কথা আমি রাখতে পেরেছি। আমি সুরকার বা কণ্ঠশিল্পী নই। নিজের লেখা গানগুলো নিজের সুরে নিজের মতোকরে গেয়ে রাখি মাত্র। চেষ্টা করেছি কবিতার কথাগুলো অপরিবর্তিত রাখার। তবুও সামান্য একটু পরিবর্তন করতেই হয়েছে! সেটুকুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপুর কাছে।
নীলপরি আপুর কবিতাটি ছিল- -
কথা ভস্মের তর্পণ করছি
মৃত কথার ভস্ম ওড়ে
কেউ রাখেনা খেয়াল তাদের
এই বিশ্ব চরাচরে!
গাছের পাতায় রোদের রূপটান
কেউ বোঝেনি কার ছিল
নীরব নিভৃত অভিমান!
সময়- সুদক্ষ আততায়ীর মতো
ছিন্ন-ভিন্ন করেছে সব
ভালো লাগা ছিল যতো!
হৃদয় চিরে বইছে নীল-বিষাদ-নদী
আমি কথা-ভস্মের তর্পণ করছি
সে জানত যদি!
( সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য কৃতজ্ঞতা রাখছি নীলপরি আপুর প্রতি।)
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৭