কর্ম ব্যস্ত দিনটি শেষে রাত্রি যখন বাড়ে,
মনের ঘরে অস্থিরতা স্মৃতির পাতা নাড়ে।
দুচোখ বুজে হারান সুখ সময় গুলো ভাবি,
হৃদয় জুড়ে তোমারি নাম চন্দ্র মুখের ছবি।
জানিনা তো কোথায় তুমি কিবা এখন কর,
তুমিও কি আমার মতো এমনি ভাবে পুড়ো।
চৈত্র খরা মন ভূমিতে চোখ ভাসে শ্রাবণে,
কেমনে থাকো বন্ধু তুমি হয়না কিরে মনে!
মুক্ত আকাশ মিষ্টি বিকেল তোমার কূলে মাথা,
অনেক সুখে ব্যস্ত দুজন বলতে মনের কথা।
মিষ্টি ও'মুখ দেখে আজো জীবন পাবে প্রাণ,
মিলবে ছন্দ সব কবিতায় ভরবে সুরে গান।
রাত্রি জেগে পূর্ণিমা চাঁদ দেখবো মনে আশা,
ভ্রমর হয়ে খুঁজবো মধু তোমার ভালোবাসা।
দুনিয়া জুড়ে তুমিই প্রিয় সুন্দর গোলাপ ফুল,
মাতাল রবো তোমার প্রেমে করবো কত ভুল।
কতো গভীর ভালোবাসা তোমার জন্য ছিল,
স্বপ্ন সুখের দিনগুলো সব ব্যথায় ভরে গেল।
যেদিন থেকে সব ভুলিয়া তুমিও গেলে দূরে,
ঘুম হারাল সেদিন থেকে আর আসেনা চোখে।
মিষ্টি সুখের ভালোবাসায় ভরবে আমার ঘর,
অনেক দিনের স্বপ্ন চাওয়া এই বুকের ভিতর।
করলে বিফল আশার স্বপন পর হলে পাষাণী,
প্রতি রাতের ভাবনায় তবু মিশেই আছো তুমি।
_______________
মিষ্টি মুখের মুচকি হাসি (গান)
মিষ্টি মুখের মুচকি হাসি আমি বড় ভালোবাসি।।
এজীবন ছাড়তে পারি ছাড়বো না যে তোকে।
এই অন্তরে-
রাখবো তোকে খুব যতনে থাকবি জনম ধরে।।
হাসলে তোর দুই-গালে পড়ে সুন্দর দুটি টোল,
তাইনা দেখে হারাই আমার মনের যতো বোল।।
অবাক চোখে মুগ্ধ মনে।। শুধুই চেয়ে থাকিরে।
এই অন্তরে-
রাখবো তোকে খুব যতনে থাকবি জনম ধরে।।
তুই-যে আমার সন্ধ্যা বাতি পূর্ণিমার ওই চাঁদ,
আপন করে পাইলে মানবো হাজার অপবাদ।।
দেখতে হাসি তোর মুখে।। জীবনটা দিবো লিখে।
এই অন্তরে-
রাখবো তোকে খুব যতনে থাকবি জনম ধরে।।
গান : মিষ্টি মুখের মিষ্টি হাসি আমি বড় ভালোবাসি
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৯