কেমন আছো বন্ধু....?
মনে কি হয় না আমায় একটিবার !!
অথচ কথা ছিল, আসুক বাঁধা যতো,
তুমি আমি কখনো নই হারাবার।।
কেমন আছো বন্ধু, জানিয়ে যেও শুধু,
নাই'বা নিলে তুমি খবর আমার।।
এইতো সেদিন তুমি মিথ্যে অভিমানে,
পেরিয়েছ চিরতরে আমার সীমানা।
কতদিন মাস গেল বছর যুগের পরে
অর্ধ যুগ! তোমার চাঁদমুখ দেখিনা।।
প্রতিটি প্রহর জুড়ে, কতটা কষ্টে পুঁড়ে
নিঃস্ব মন! না থাকুক কেউ দেখার।
কেমন আছো বন্ধু, জানিয়ে যেও শুধু,
নাই'বা নিলে তুমি খবর আমার।।
কতনা ব্যাকুল ছিলে দেখতে আমাকে,
বিশ্বাস সুখ স্বপ্ন ছিল তোমাতে জমা।
সুখের ভুবন আমার ডুবছে অন্ধকারে
দুঃখবোধ! সেদিন থেকে কেউ বোঝেনা।।
এভাবে কতদিন, সুধী প্রেমের ঋণ
কষ্ট-প্রহর, বড় সাধ জাগে জানার।
কেমন আছো বন্ধু, জানিয়ে যেও শুধু,
নাই'বা নিলে তুমি খবর আমার।।
গান : কেমন আছো বন্ধু
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
(ছবিটি কোন চিত্রশিল্পীর তুলিতে আঁকা। আমি গুগলি সার্চ করে ছবিটি পেয়েছি।)
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬