কৃতজ্ঞতা রইল সামহোয়্যার-ইন-ব্লগের প্রতি, এখানে সুযোগ পেয়েছিলাম বলেই, যে আমি একটা পোষ্ট লিখতে পারতাম না, সেখানে আজ আমার একশতম পোষ্ট। সকল সামু ভাই বোনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। যারা আমাকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন লিখতে সবসময় সাহস যোগিয়েছেন তাঁদের ও সকলের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা আর ভালোবাসা রেখে গেলাম আমার একশতম পোষ্টে। আলোচিত, সমালোচিত, এক বছরের মোটামুটি অনেক অভিজ্ঞতার আলোচনা করাই যেতো, আমি সেদিকে যেতে চাইছি না। সেটা সামনের দিনের জন্য রেখে দিলাম। প্রিয় আপু-ভাই'দের কাছে দোআ প্রত্যাশী। সবার মঙ্গল কামনা স্রষ্টা'য়।।
গান : বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে!
স্মৃতির পাতা মেলে, মনের দোয়ার খুলে,
তোমার মুখোচ্ছবি দেখছি।
শুভ্র মেঘের ডানায়, ভেসে ভেসে আজো আমি,
তোমার ছবিটি আঁকছি।।
তুমি পূর্ণিমা-চাঁদ হয়ে, আকাশ আলো করে,
আমার দিকে চেয়ে হাসো।
মুক্ত ঝরা হাসি, কত যে ভালোবাসি,
তুমিও কি আজো ভালোবাসো।
কত সুখের দামে, গেলে আমায় ভুলে...!!
মিলেনা সে হিসেব কোনভাবে...!
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!
নীরব রাত্রে ওগো খুলে বাতায়ন,
আকাশ জুড়ে দেখি তোমার কিরণ।।
মনের রাজ্য জুড়ে, তুমিই রূপের রাণী...।।
সুখের ছোঁয়া আজো অনুভবে...।
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!
শূন্যতা ঘিরে আজ আমার জীবন
এর চেয়ে ভালো যদি হয় গো মরণ।।
কতভাবে কতদিন, মিশে আমার বুকে...।।
বেঁচে থাকার স্বপ্ন-আশা দিতে...!
বড় ভুল- করেছিলাম তোমায় ভালোবেসে!!
গান : বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
____
গান : দুঃখ বুঝার মানুষ নাই
আমি যার কাছে যাই বলবো দুঃখ!!
সবাই বলে সময় না-ই!
কর্ম মন্দ, কপাল পুঁড়া
দুঃখ বুঝার মানুষ না-ই!!
ছিল আমার সুখের একটা ঘ-র
ভালোবাসায় পূর্ণ ছিল
দুই জনার অন্তর।।
শূন্য ঘরে একলা আমি।।
চোখের জলে বুক ভাসাই!
বন্ধু যদি হইত গো আমা-র
পূর্ণিমাচাঁদ বইত ঘরে
থাকতো না অাঁধার।।
সেই-তো ছিল সন্ধ্যা বাতি।।
সুর করে ডাকতো কানাই।
বইছে বুকে কালবৈশাখী ঝ-ড়
কি বুঝিয়া পাষাণ বন্ধু
করলো আমায় পর।।
নয়ন বলে থাকবে তুমি।।
মিশে আমার কলিজ্বায়।
গানটি : দুঃখ বুঝার মানুষ নাই
কথা ও সুর : নাঈম জাহাঙ্গীর নয়ন
নিজের খালি গলায় গেয়ে সুরটা যাতে না ভুলে সে ব্যবস্থা করার জন্য। সময় হলে গান দুটির সুর শুনে দেখার নিমন্ত্রণ রেখে গেলাম।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২