মেঘে মেঘে ছেঁয়ে আছে আজকের আকাশ,
সূর্য'টা যেন ভয়ে লুকিয়েছে কোথাও, আঁধারে
ঢেকে গেছে রোদ্দুর! ঝলমলে দিনটি নীরব,
মেঘেদের আনন্দ-গর্জনেও আজ সে নিথর!
ভেতর'টা পুড়ছে, অন্তরে কান্না'র ঢেউ ভাসায়ে
চলেছে চক্ষু-নদীর পাড়! কষ্টের, নেই উচ্ছ্বাস।
ছেড়ে যেতে হবে আজ তোমাকে! এ-দূরবাস
কতো'টা বেদনাদায়ক-তা বুঝবে বলো কিভাবে!
ঘিরে চারিপাশ, আগলে রবে স্বজন প্রিয়জন;
ফিরে দেখবার হবে'না সময় পুরনো স্মৃতিপট!
মাতিয়া আনন্দে ঘুরেফিরে, সারাদিন কতভাবে
ভরবে তোমার মন। চক্ষু'জল-ছাড়ি দীর্ঘশ্বাস।
বাঁধভাঙা অশ্রুজলে সিক্ত, কণ্ঠবদ্ধ আর্তনাদ
বুঝবেনা কেউ, জানবে'না কখনও কোন-কালে
হৃদয়ের যন্ত্রণা কতো'টা ব্যথাতুর! কষ্টের জল
দেখবে'না কেউ, ভালোবাসা প্রেমপ্রীতি'র ফল।
কত প্রেম ভেঙে গেলো! কতো প্রেমিক কতকালে
হারিয়ে গেল যুগের ফাঁকে, নিয়ে কত অপবাদ!
আমি'তো সামান্য এক নির্বোধ প্রেমিক ছিলাম!
আপনে বাঁধিয়া অন্তর-মন, ভালবেসেছি-যেভাবে
মায়ের বুকে ঘুমায় শিশু ভাবনাহীন। অবিকল
সঁপেছিলাম তোমাতে আমার এ'জীবন-যৌবন।
ভাবিনি হায়! ছেড়ে যেতেই হবে একদিন, এভাবে
একাকী নিঃসঙ্গতার মিছিলে! ভাবি কি-পেলাম।
সুখে থেকো তুমি। লেগেই থাকুক মনে প্রেমবান,
নতুনত্বে ভরে উঠুক স্বপ্নরা। যেভাবে খুশি সাজাবে
তোমারি কাঙ্ক্ষিত ভালোবাসা। দিও প্রতিজন
সুখ দরশন, খুঁজিলে মন মিলিবে সদাই স্বজন।
আমি অজানায় হারিয়ে যাই, ফিরবো'না তোমাতে
জ্বালা বাড়াতে আর, হোক ইচ্ছে যতো বেগবান।
_____________________________
গন্তব্য
সেদিন তোমার চোখে থাকবে মিনতি,
স্বজনে স্বজনে তুমি খুঁজবে আশ্রয়,
ব্যথাহত কান্না বুকে চোখ খরা চৈতি ;
সে- নিষ্প্রাণ আর্তনাদ মৃত্যু-র বিজয়।
ভয়ে কম্পিত স্ব-বুকে বিলীন সম্প্রীতি,
জীবনের বাঁকে বাঁকে দ্বীন শুধু ক্ষয়,
ব্যর্থতা-র গ্লানি মেখে যেতে যদি হয় ;
কি-করে মিলবে বল খোঁদার মহতী।
এসো-ভালোবাসা খুঁজি স্রষ্টা'র সৃষ্টি'তে,
আপনে আপন ভাবী, রাখি মন তুষ্টি;
ভুলে জাতিভেদ প্রাণে প্রাণ বাঁধি, চিত্তে
খুশি দরশন জনে, পূঁজি নিজ কৃষ্টি।
মনে রেখো, সে গন্তব্য পথে হ-বে যেতে
আসিবেনা কভু ফিরে, সৃজি স্রষ্টা-সৃষ্টি।
[কবিতা দুটি গতকাল ব্লগে ঢুকতে না পেরে ফেসবুকে দিয়েছিলাম। কিন্তু, ব্লগে না রাখলে আমার কেমন যেন অপূর্ণতা লাগে। তাই আজ রেখে গেলাম। ]
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:৫৭