আমার শ্রদ্ধেয় প্রিয় কবি আমাকে নিয়ে একটি সনেট ও আমার দুটি সনেট-এর রিমেইক লিখে পোষ্ট করেছিলেন। তাঁর প্রতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছি আমি....
হে- ফরিদ আহমদ চৌধুরী, স্ব-গুণে
দিচ্ছেন প্রেরণা, সব জনে প্রীত, ঢেলে
জ্ঞান ভাণ্ডার-উজাড় মুক্ত, সু-যতনে
সাহিত্য খুঁজে ফেরেন সনেট তা বলে।
নিরহঙ্কার সদা-এ কবি প্রীত জনে,
নতুনে মুগ্ধ হৃদয়, চেষ্টা মনোবলে-
অনুপ্রেরণা-র আলো রেখেছেন জ্বেলে।
ভালোবাসা প্রেম বায়ু সদা বা-য় মনে।
মনে-র আকাশ জুড়ে যতো দি-ন যাবে-
শ্রদ্ধা ভালবাসা প্রেম দেবো আপনা-তে,
জ্যোতির্ময় এ-প্রতিভা থাকুক স্ব-ভাবে,
মুগ্ধতা-যে পুরোপুরি পারিনা বোঝাতে!
গুরু প্রেমে শিষ্য সদা, নয়ন জোড়াবে
পৃথ্বী'র, থাকুন স্বর্গে মো-র কামানা-তে।
কবিতাটি আমার শ্রদ্ধেয় প্রিয় কবি 'ফরিদ আহমদ চৌধুরী'র প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই সৃষ্টি করেছি। জানিনা আমি আমার শ্রদ্ধা ভালোবাসা কতটা প্রকাশ করতে পেরেছি, তবে লিখতে পেরেছি তাঁকে নিয়ে এটিই আমার জন্য খুব বেশি আনন্দের মনে হচ্ছে।
তাঁর কাছ থেকে পাওয়া প্রেরণা অনুপ্রাণিত করে আমাকে নতুনত্বের খুঁজে। আমি যেন তার প্রতি এই শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতাটুকু ধরে রাখার যোগ্য হই কামনা স্রষ্টায়।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫