মনটা তোমার পাবো বন্ধু কেমনে করি আশা,
হলনা-তো নিজের সাথেই আমার আত্মীয়তা!
ফল পাবো তাই মন-ভূমে লাগাই গাছের চারা,
গাছের সব ডাল শুকাই গেলো রস যতন ছাড়া।
আমিই নিজের চিরশত্রু তাল-হারা হই-বেতাল,
জীবন সাগরে ব্যর্থ সদাই ধরতে নিজের হাল।
বাঁধিয়া মন ভুল মানুষে বারে-বারে হই-অঙ্গার,
এগিয়ে যেতে পিছাই দিগুণ চলাই হয়না আর!
কতো আশায় ঘর বাঁধিলাম করবো বসত সুখে,
চাল উঁড়াইয়া ভাঙল ঘর নিদারুণ কাল-ঝড়ে!
পারিনি-তো বুঝতে চিনতে নিজর কি-সুখ ভালে,
ভেঙে-ই পড়ি বিশ্বাস ভরি যখন ধরি যে-ডালে!
আত্মার পরমাত্মীয়া জানলাম যারেই মানলাম,
মন ভেঙে তুষেরআগুন জ্বালাই গেল পুড়লাম।
বন্ধু শোকে অতৃপ্ত আজ হয়ে দুঃখের গোলাম,
ভাঙাগড়া নিত্য খেলায় নিজের হারই জানলাম।
মায়া-র টানেই ফিরবে পাখি নিবে ঘরের খবর,
আসবেনা আর মনের মানুষ ভাঙলে মনের ঘর।
বন্ধু তুমি নদীর মতো কূল ভেঙে গড় নতুন চর,
সাহস কি আর ভাবতে আপন হবেই জানি পর।
[গ্রাম বাংলায় একটা কথা খুব বেশি চৈল আছে তা হলো গৈল পুড়া গরু জ্যোৎস্না দেইখাও ডরা'য়। আমার হইছে সেই দশা!! কখন কি ভাবি নিজেই বুঝি না মাঝেমধ্যে! মাঝেমাঝে খুব একা মনে হয়, দুর্ভগা মনে হয় নিজেকে, একাকীত্ব গ্রাস করে আমাকে। মনের মধ্যে অজানা সব ভয় এসে ঘুরঘুর করে! সেই অখেয়াল গুলো লিখতে ইচ্ছে হয় খুব, শুরুও করি।
লেখা শেষ হলেই যাচাই বাছাই না করে আগে পোষ্ট করতে ব্যস্ত হয়ে পড়ি!! পাগল হয়ে গেলাম নাকি বুঝতেছি না কিছু!!! ]
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৭ রাত ১:২৭