সকাল হলেই সূর্য উঠে পুব আকাশে,
নিয়ম করেই চন্দ্র জাগে রাত্রি কালে।
বর্ষা কালে আজও দেখি বৃষ্টি ঝরে,
কোকিল দেখো আগের মত সুর ধরে।
বাগান ভরে আগের মতই ফুল ফোটে,
বদলে গেলে তুমি কেবল সুখ-আশাতে!
দুঃখ যতো মনের ঘরেই রাখছি জমা,
কথা ছিল থাকবে পাশে বেলা অবেলা।
এক বালিসে দুজন মিলে রাখব মাথা,
চলবে রোজ'ই রাত্রি জেগে গল্প কথা।
মন জুড়বে তোমার দেয়া ভালোবাসা,
হৃদয় জুড়ে বইছে আজো প্রেম-হাওয়া।
বাতাস ভারি মনের কষ্টেই আহাজারি,
অশ্রুস্নাত ভাসছে আমার হৃদয়-ভূমি।
বুঝিনি কভু কি অভিমান আমার প্রতি,
কেমনে বুঝাই মনের রাজ্যে তুমি রাণী।
হাসি মুখে তোমার সুখে জীবন ত্যাগী,
তুমি ছাড়া চাইবো না প্রেম এক পৃথিবী।
মনের ঘরে তোমায় নিয়েই স্বপ্ন কতো,
বুঝে গেছি বাস না ভালো আগের মতো।
প্রেমের শোকে হচ্ছে আমার হৃদয় ক্ষত,
আকাশ ভরা মেঘে ভাসছে প্রেম যতো।
নয়ন সাগর জলোচ্ছ্বাসে, অপ্রত্যাশিত
উঁড়ে গেল সাজানো ঘর ধুলো'র মতো।
নিঃস্ব আমি মুখের কথায় ভালোবেসে,
সবই বিফল বিশ্বাস রেখে ভুল মানুষে।
প্রেম-পিরিতি মিথ্যে সবি টাকার কাছে,
অর্থ দিয়ে প্রেম কিনা যায় প্রমাণ দিলে।
নয়'তো কেন মন ভাঙিয়া বিক্রি হলে!
মন খুঁজনি তৃপ্তি তোমার আভিজাত্যে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৩৫