পিরিত আমার হইল না-রে
১১ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অলস দুপুর গাছের ডালে,
ডাকছে কোকিল মধুর সুরে;
পায়রী দেখে টিনের চালে,
বাক-বাকুম পায়রা ডাকে।
শর্ষে দানা পানির বাটি,
খুব যতনে সাজিয়ে আমি;
ডাকছি কতই হাত বাড়িয়ে,
ভালোবাসা-র মায়া ছড়িয়ে।
দুষ্টু পায়রা কিছুনা বুঝে,
দূরেই থাকে আসেনা ঘরে! পুকুর ভরা মিষ্টি পানি,
হংসী মত্ত হাসের প্রেমে;
শামুক কুড়া দিলাম মাখি,
এক নজর দেখে'না ফিরে!
উদাস দুচোখ মন শ্রাবণে,
পিরিত আমার হইল না-রে। ভাসা পানি খালে বিলে,
করছো খেলা মন আনন্দে;
ঝাঁপা-ঝাঁপি সুখ আবেসে,
ক্লান্ত হবে ডুব সাতারে।
গভীর পুকুর অথৈ নদী,
উঠবে ডানা ব্যথায় ভরি;
করবে যতই আসন সুখে,
অস্থির হবেই খরস্রোতে।
হঠাৎ করে জল তরঙ্গে,
পরবে ভীষণ বরিষণে। তুমুল খরা তৃপ্তি জানি,
পাখির সঙ্গ ভাবের কালে;
ভাবুক কথা প্রেমের দাবী,
ভুলল পাখি রইল দূরে!
কষ্টে হৃদয় যাচ্ছে পুঁড়ে,
পিরিত আমার হইল না-রে। স্বচ্ছ আকাশ মেঘের ফাঁকে,
মন খুশিতে রোদ বৃষ্টি-তে;
বনজঙ্গল আর উঁচু ডালে,
ঘুরতে বসতে ক্লান্ত হবে।
ভাঙবে ডানা কাঁদবে জানি,
ভাসবে তোমার হৃদয় ভূমি;
পড়বে যেদিন হঠাৎ ঝড়ে,
সঙ্গী তোমার কেউ না রবে।
খসবে পালক ভিজবে জলে,
আমায় ভীষণ পড়বে মনে। তুখোড় চলা মিষ্টি ভাষী,
আঁকি চিত্র মনের ফ্রেমে;
বুঝবে সেদিন ভালোবাসি,
আমায় যেদিন মরণ ছোঁবে!
তোমায় সৃজি মন মন্দিরে,
পিরিত আমার হইল না-রে! (ছবিগুলো গুগলি সার্চে সংগ্রহ করা)
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগেই বলেছি ওয়ান ইলেভেনের সরকার এবং আওয়ামীলীগের যবনায় জনাব তারেক রহমানের বিরুদ্ধে পৌনে একশ মামলা হলেও মূলত অভিযোগ দুইটি। প্রথমত, ওই সময়ে এই প্রজন্মের নিকট উপস্থাপন করা হয়েছিল দেশনায়ক তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সোনাগাজী, ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০
ে
**** এডমিন টিমের ব্লগারেরা আমাকে বরাবরের মতোই টার্গেট করে চলেছে, এভাবেই সামু চলবে। ****
ট্রাম্পের বিজয়ে ইউরোপের লোকজন আমেরিকানদের চেয়ে অনেক অনেক বেশী শংকিত; ট্রাম্প কিভাবে আচরণ করবে ইউরোপিয়ানরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সরলপাঠ, ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১
ট্রাম্পের বিজয়ে বাংলাদেশে বা দেশের বাহিরে যে সব বাংলাদশীরা উল্লাস করছেন বা কমলার হেরে যাওয়াতে যারা মিম বানাচ্ছেন, তারাই বিগত দিনের বাংলাদেশের ফ্যাসিস্টের সহযোগী। তারা আশায় আছেন ট্রাম্প তাদের ফ্যাসিস্ট... ...বাকিটুকু পড়ুন
এক গ্রামীণ কৃষক জমিদার বাড়িতে খাজনা দিতে যাবে। লোকটি ছিলো ঠোটকাটা যখন তখন বেফাস কথা বা অপ্রিয় বাক্য উচ্চারণ করে ক্যাচাল বাধিয়ে ফেলতে সে ছিলো মহাউস্তাদ। এ জন্য তার... ...বাকিটুকু পড়ুন
অপেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে...
...বাকিটুকু পড়ুন