এই মাটিতেই জন্ম আমার বীর বঙ্গ-এ-দেশেই বাস,
সবুজ শ্যামল মাঠ প্রান্তরে করি সোনার ফসল চাষ।
শস্য ভরা কৃষাণ ঘরে উঠুন ভরা মুরগ-মুরগী হাস,
পাশের পুকুর খাল-বিলে ধরছি কতই রঙের মাছ।
আঙিনাতে ফলাই মোরা তাজা সবজী নানানরকম,
ডাঁটা বেগুন সীম লাউ ধনিয়া ঝিঙা ঢেড়স পটল
গোল-মরিচ আর কাঁচামরিচ পুঁই-শাক তারই উপর
ঘরের পাশেই পেঁপে চাষ চালায় কত কুমড়া-কুমড়।
আম কাঁঠাল পেঁয়ারা গাছে মিষ্টি রসের ফল আসে,
রোদসী সকাল মনের খুশি গোলাপ গাঁদা টাইম ফুলে।
লাল জবাতে বাতাস খেলে বকুল সৌরভ রাত্রিকালে,
ফুলে ফলে মধুর সময় কাটাই মোরা এই বাংলাদেশে।
খালে বিলের কাদাজলে বাল্য কালে করছি খেলা,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সুসম্পর্কে একই পাড়া।
মসজিদ মন্দির গির্জা দেখ পাশাপাশি বিবাদ ছাড়া,
সহযোগিতায় একে-অন্যের অসাম্প্রদায়িক ভাবধারা।
রূপ-প্রকৃতির ছয় ঋতুকাল কৃষ্টি সুখের বীর গৌরবে,
মায়া মামতায় দেশের মাটি তুলনা করি মা'য়ের সাথে।
সাধুসন্ন্যাসী পীর আউলিয়া মিশে আছেন এই মাটিতে,
রূপস গুণী দেশ'টি কোথাও পাবেনা আর দুনিয়া ঘুরে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৬:২০