বন্ধু যদি হইতো আমার ঘর বাঁধিতাম মনের সুখে,
ভুলে যেতাম দুঃখ যতো তার সে'বুকে মাথা রেখে।
দেখতে হাসি প্রিয় মুখে আমার জীবন বিক্রি করে,
হেটে মাইল লক্ষ হাজার সুখ কিনিয়া দিতাম তারে।
বিশ্বাস ভরে ভালোবাসায় দেখতাম বন্ধুর মুখটি আমি,
আশার-মালা গেঁথে দুজন কাটিয়ে দিতাম দিনযামিনী।
মধুর নেশায় নিত্য প্রহর মুগ্ধ চিত্তে রসের প্রেমে,
সুখের যতো স্বপ্ন আমি তার দুচোখে দিতাম ভরি।
কত দিনের কত কথা হয়নি তারে আজও বলা,
তাকে ঘিরে স্বপ্ন গুলো বুকের ঘরে রাখছি জমা।
প্রেমের সুখে হয়ে মত্ত দেখাবো তার দেয়া ক্ষত,
তার আদরে মুছে যেতো মনের দুঃখ সব-বেদনা।
কতো আশা চাঁদ দেখিবার রেখে মাথা বন্ধুর কুলে,
চন্দ্র তারায় ঘুরবো তখন ছন্দ খেলায় উঠবো মেতে।
সুখের পাখি আসলে আবার বন্দি করে মনের ঘরে,
মনে যখন চাইব তখন দেখবো তারে দোয়ার খুলে।
পূর্ণিমারাত আকাশ জুড়ে দেখি কতো লক্ষ তারা,
থাকলে বন্ধু আমার ঘরে হইতাম প্রেমে দিশেহারা।
কথা হইতো কতো-শত পূর্ণ করতাম চাওয়া যতো,
আমি-আত্মায় বান্ধিয়া তারে করতাম পরমাত্মীয়া।
বন্ধু যদি আমার হইতো : নয়ন
বন্ধু যদি আমার হইতো....
আদর করে বুকে নিতো।
মরণ এলেও যেতো মরে
আমায় কভু ভুলতো না।।
সে আমারে প্রেম শিখাইয়া
মিষ্টি মধুর কথা কইয়া।।
কাড়লো মনের সুখ যতো
বিনিময়ে সে-শুধু দিল বেদনা।
জানলে আগে তার সনে আর
পিরিত আমি করতাম না....!
রাতদুপুরে ঘুমের ঘরে
স্বপ্নে তুমি আসিয়া,
ফিরে গেলে রাত্রি কাটে
চোখের জলে ভাসিয়া।।
থাকলা বন্ধু সুখের সময়,
দুঃখ দিয়া ভাঙলা হৃদয়।।
নিজের সুখটাই চাইলা তুমি
কষ্ট দিলা ভাবলা না!
আমার ঘর ভাঙিয়া তোমার
সুখের ঘরটা সাজাইলা...!
আশা আমার ছিল বড়
বন্ধু তোমায় নিয়া,
সারা জীবন সুখেই রবো
প্রেমের ঘর বাঁধিয়া।।
স্বপ্ন আমার স্বপ্ন রইলো,
বন্ধু তুমি কোন দিনও।।
আমার প্রেমের কানাকড়ি
মূল্য দিতে চাইলা না।
তুমি বান মারিয়া ভালোবাসার
বাঁচতে আমায় দিলা না...!
[কবিতা দুটি আজকের রাতকে স্মরণীয় রাখুক
________রাত ১০.২২মিঃ থেকে সকাল ৫.৫০ মিঃ]
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ সকাল ৯:৪১