নিঝুম যখন রাত্রি চারিদিকে নীরবতা,
শূন্যতায় পৃথিবী অবহেলিত ওই চাঁদ;
কেউ দেখার নেই তার মধুর জোছনা।
তখনও আমি যেনো রয়েছি'ই বহমান;
তোমার স্মৃতি ভরা এ'চোখ দুটি নিয়ে,
গন্তব্যহীন পথে ছুটে'ই চলেছি একা।
মাঝেমধ্যে আকাশের চাঁদকে ভুলকরে,
মনের অজান্তেই ডেকে বলি যেন মিনতি!
কেন, কেমনে রয়েছো এতো দূরে তুমি?
কোন'সে সুখের আশায় দিলে এ শূন্যতা!
রয়েছো আমার মনের আঙ্গিনায় সারাক্ষণ,
তবুও কেন পাই না চাইলে তোমার দেখা!
ভুল তো করিনি তোমায় ভালোবাসা ছাড়া;
আমার মনের সমস্ত বিশ্বাস আর শ্রদ্ধা দিয়ে,
তোমাকে যে বসিয়ে ছিলাম রাণীর আসনে;
ভেবেছিলাম, মিশেই রবো হয়ে বাধ্য প্রজা।
আমার বিশ্বাস তুমি ভেঙে দিয়েছো ছলনায়,
কেড়ে নিয়েছো সমস্ত হাসি, দিয়েছো কান্না!
ছুটে চলেছি নির্বাক নিঃশব্দে একা একা,
সরল জীবনের বাঁকা পথ ধরে যেন বিষাদ;
বিষণ্ণ সময় স্রোতে ভাঙা জীবন তরী বৈঠা
ধীর'স্থির, নেই যে মনে অস্থিরতার অবসান।
দোষাবহ চলছে নিজেরই অবাধ্য মনটাকে,
বড় ভুল ছিল মিনতি! তোমায় ভালোবাসা।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫৩