আমরা মুক্তিযুদ্ধ নিয়ে বড়াই করি । আমরা দেশপ্রেমে গদগদ হয়ে পদ্য লিখি। অথচ আমরাই আবার লাখো শহীদের পবিত্র রক্তকে পদদলিত করে দুর্ণীতিতে বার বার চ্যাম্পিয়ান হই। আমাদের লজ্জা হয়না।
আজও আমাদের অর্থনৈতিক মুক্তি আসেনি। আমরা বড় বড় কথা বলি। আমাদের লজ্জা হয়না।
একজন দরিদ্র ব্যক্তি কখনো স্বাধীন নয়। একজন দরিদ্র ব্যক্তি মুক্তিযুদ্ধ বোঝেনা। তার কাছে আজ বেঁচে থাকাটাই বড় কথা। তাকে মুক্তিযুদ্ধের বটিকা সেবন করিয়ে আমরা যারা দামী দামী গাড়ী বাড়ী হাকিয়ে অশুদ্ধ বাংলায় মুক্তিযুদ্ধের গল্প বলি দেশপ্রেমের কথা বলি, আমাদের লজ্জা হয়না।
মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আমাদের কারো কারো দামী দামী গাড়ী বাড়ী হয়েছে। সেটা পাপ নয় যদি না বাসায় আমার শিশু পরিচারিকার অমূল্য শৈশব কেড়ে নেই। যদি না তার সাথে স্বাধীনতার সুফল ভাগ করে নেই। যদি না আমার সন্তানের সমমর্যাদা দেই। বাংলাদেশ আমাদের সবার। দেশপ্রেমের কথা শুধু কথায় না, কাজে প্রমাণ করি। আর যদি তা না হয়, তবে মুক্তিযুদ্ধ আমাদের গৌরব নয়, আমাদের লজ্জা, আমরা সবাই রাজাকার, ধিক্।