এমনই হয়
আকাশ ছুঁবে তাই সমুদ্র ছুটে
তবু আকাশ দুরে দুরেই রয়।
এমনই হয়
কালো মেঘ দেখে কিশোরী ভিজবে আশায়
এক চিলতে মেঘ মুচকি হেসেই রয়।
এমনই হয়
সখ করে রাধা কালো ভূনা আর শরষে ইলিশ
লবন লঙ্কা ময়।
এমনই হয়
ছোট্ট শিশুর হাতের আইসক্রিম
টুপ করে পড়ে মাটিতে নেয় আশ্রয়।
এমনই হয়
সব ঠিক ঠাক তবু বড়কর্তার কাছে গুবলেট
কেবলই মনে অকারন ভয়।
এমনই হয়
খুদে বার্তার প্রতিক্ষায় জেগে থাকা মুঠোফোন
ক্লান্ত হয়ে বিদ্রুপ হেসে কয়
"আরে পাগল আসবেনা কিছু
জানিস তো.. এমনই হয়।"
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৯