আমার ঘরের দখিন জানালাটা বন্ধ অনেক দিন,
প্রতি বসন্ত রাতের নতুন উদাস বাতাস হারিয়ে গেছে,
জেগে ওঠা ভোর, সাথে অবিশ্রান্ত জীবনের মাদকতা,
নিষিদ্ধ , জানালার এপাশটায়।
কিন্তু গল্প তো এমন ছিল না,
যে গল্পের শুরু আর শেষ চেয়েছিলাম নিজের কল্পনায়,
একটা সময় ছিল, হ্যাঁ আমার সময়,আমার ইচ্ছের সময়,
যখন কবিতার আবেগ একাকার আমার আবেগে মিশে,
শুভ্র জোছনা রাতে হাঁটার ইচ্ছে ছিল বহুদূর,
খুঁজে ফিরতাম মেঘে ঢাকা বর্ষার দিন, সাথে নির্জন পথরেখা,
অসংখ্য মুহুর্তগুলো অপেক্ষায় থাকত তোমার নির্ঝরিণী হাসির,
ব্যস্ত দিন অথবা বিষন্ন প্রহর, তোমার ছায়া ছিল নিয়তি,
কিন্তু অজানা আড়ালে ছিল খুব চেনা সত্য,
সময় যে হতে পারে অদেখা অসময়,
তা বলেনি আমাকে ভালোবাসার হাত ধরে থাকা মন,
তাইতো তুমি হারালে, যেমন হারায় মেঘলা আকাশ, প্রখর সূর্যের আড়ালে।
আমি নিষিদ্ধ, আমার বন্ধ দখিন জানালার এপাশে,
আমি পরাজিত,ভয়ঙ্কর শুন্যতার কাছে,
আমার ঘরের দখিন জানলাটা বন্ধ অনেক দিন, অনেক প্রহর।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১২ ভোর ৬:৫৪