পৃথিবীতে পাওয়া না পাওয়ার দন্দ্ব, থেকেই যাবে।
চাওয়া না চাওয়ার কষ্ট বেদনা, রয়েই যাবে।
কেউ চায় হাসি, পায় কান্না-
কেউ চায় ভালোবাসা, পায় ঘৃনা
পেয়েও না পাওয়ার কষ্ট বাসা বাঁধছে
প্রতিনিয়ত কারো না কারো হৃদয়ের গহীনে,
কেউ জানে, কেউ জানেনা,
কেউ বা জানতে চায়না।
কিছু দিলে কিছু পাওয়া যায়
বেশি দিলে, বেশি পাওয়া যায়, যায়না,
বেশি দেয়ার কষ্ট বেশি, বোঝেনা,
বুঝতে চায়না।
না পারে বলতে, না পারে সইতে
না পাওয়ার যন্ত্রনা কতটা যন্ত্রনার
জানে কেবল ভুক্তভোগী, অন্যে জানে না।