৩১শে অক্টোবর, ১৯৫০ সালে বাগদাদে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সময়ের বিখ্যাত স্থপতি দামে যাহা হাদিদ। তিনি লেবাননের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে গণিতের উপর পড়ালেখা শেষ করে ১৯৭২ সালে লন্ডনে চলে যান। সেখানে তিনি আর্কিটেকচারাল এসোসিয়েশন স্কুল অব আর্কিটেকচার থেকে স্থাপত্যবিদ্যায় পড়ালেখা শেষ করে ১৯৭৭ সালে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৭৯ সালে যাহা হাদিদ আর্কিটেক্টস নামে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন।
হায়দার আলীয়েভ সংস্কৃতি কেন্দ্র সিএনএন -এর সৌজন্যে
তার প্রথম আন্তর্জাতিক কাজ ছিল জার্মানির ভিতরা ফায়ার সার্ভিস স্টেশন, যা ১৯৯৩ সালে উন্মুক্ত হয়। তার অসংখ্য উল্লখেযোগ্য কাজের মধ্যে রয়েছে, আজারবাইজানের বাকুতে অবস্থিত হায়দার আলীয়েভ সংস্কৃতি কেন্দ্র, স্কটল্যান্ডের রিভারসাইড যাদুঘর, বিএমডব্লিউ -র প্রধাণ কার্যালয়, আবুধাবীর শেখ যায়েদ ব্রিজ, চীনের গুয়াংজু অপেরা হাউজ, লন্ডের এ্যকুয়াটিক সেন্টার (যা ২০১২ -র লন্ডন অলিম্পিকে ব্যবহৃত হয়), ২০২২ সালে অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপের জন্য আল ওয়াকরাহ স্টেডিয়াম ইত্যাদি।
শেখ যায়েদ ব্রিজ সিএনএন -এর সৌজন্যে
২০০৪ সালে হাদিদ প্রথম নারী এবং প্রথম মুসলিম হিসেবে আর্কিটেকচারের জন্য নোবেল হিসেবে পরিচিত Pritzker Architecture Prize জেতেন। ২০১৫ সালে তিনি British Muslim Awards -এর জন্য মনোনীত হোন। অতি সম্প্রতি তিনি লন্ডনের Royal Institute of British Architects থেকে Royal Gold Medal এ ভূষিত হোন।
বিএমডব্লিউ-র সদর দপ্তর সিএনএন -এর সৌজন্যে
স্থাপত্যশিল্প ছাড়াও ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার, এমনকি গয়ণার ডিজাইনেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। সম্প্রতি তিনি ডেনিশ ডিজাইন হাউজ জর্জ জেনসেন -এর জন্য গয়ণার নকশাও করেন যা তার স্থাপত্যশিল্পেরই যেন এক ক্ষুদ্র সংস্করণ।
চীনের গুয়াংজু অপেরা হাউজ সিএনএন -এর সৌজন্যে
গত বৃহস্পতিবার (৩১শে মার্চ, ১৯১৬) যুক্তরাষ্ট্রের মিয়ামি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই বিরল প্রতিভার জীবনাবসান ঘটে (ইন্নালিল্লাহি ওয় ইন্না ইলায়হী রাজিউন)। তিনি বেশকিছুদিন ধরে ব্রঙ্কাইটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি অবশ্যই তার কাজের মাধ্যমে এক আকর্ষণীয় পৃথিবী উপহার দিয়েছেন আমাদের।
তথ্যসূত্রঃ
www.zaha-hadid.com/people/zaha-hadid
Iraqi-British architect Zaha Hadid dies at 65
Dame Diva Zaha Hadid will build no more
Architect Dame Zaha Hadid dies aged 65
Zaha Hadid: an inspiration and role model for female architects