আমেরিকার মুসলিম নেতা ও মানবাধিকার কর্মী ম্যালকম এক্স (Malcolm X) -এর জন্ম এক খ্রীস্টান পরিবারে ১৯ মে, ১৯২৫ সালে। মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান। মেধাবী হওয়া সত্ত্বেও স্কুলের লেখাপড়া চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হয়ে উঠেনি। তার ইচ্ছে ছিল আইন পেশায় নিজেকে নিয়োজিত করা। যখন এক শেতাঙ্গ শিক্ষক তাকে বললেন, একজন নিগ্রোর জন্য এটা কোন বাস্তবসম্মত লক্ষ্য নয়, তখন তিনি উপলব্ধি করেন শেতাঙ্গদের দুনিয়ায় কৃষ্ণাঙ্গদের জন্য কোন জায়গা নেই।
পরবর্তীতে তিনি নিউইয়র্কে চলে আসেন। সেখানে তিনি বিভিন্ন অপরাধ কর্মকান্ডে নিজেকে জড়িয়ে ফেলেন। ফলস্বরূপ ১৯৪৬ সালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। সেখানে সুদীর্ঘ ছয় বছর অতিবাহিত করেন। জেলখানাতে থাকা অবস্থায় তিনি কট্টর কৃষ্ণাঙ্গ বিচ্ছিন্নতাবাদী দল ও বাতেল ফের্কা ন্যাশন অব ইসলাম (Nation of Islam) -এর সাথে পরিচিত হোন। এই উগ্র সংগঠণটির মতাদর্শ তাকে আকৃষ্ট করে।
ছয় বছর পর তিনি জেল থেকে মুক্তি লাভ করেন। মুক্তি পেয়েই তিনি ন্যাশন অব ইসলাম (Nation of Islam) -এর নেতা এলিজা মুহাম্মাদের সাথে দেখা করেন, তার একনিষ্ঠ ভক্ত হয়ে যান। ম্যালকম ছিলেন সুবক্তা, তিনি ন্যাশন অব ইসলাম (Nation of Islam) -এর পক্ষে প্রচার প্রচারণা চালাতে থাকেন। আমেররিকান কৃষ্ণাঙ্গদের মধ্যে খুব দ্রুতই এর জনপ্রিয়তা বাড়তে থাকে, একই সাথে বাড়তে থাকে ন্যাশন অব ইসলাম (Nation of Islam) এ ম্যালকমের অবস্থান। তিনি হয়ে উঠেন এর প্রধান মুখপাত্র।
১৯৬০ সালের শুরুর দিকে, ম্যালকম এক্স আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের (Civil Rights Movement) জনপ্রিয় নেতা মার্টিন লুথার কিং -এর বিকল্প হয়ে উঠেন। তবে ১৯৫০ এর শেষের দিক থেকেই ম্যালকম ন্যাশন অব ইসলাম (Nation of Islam) এর প্রতি আস্থা হারাতে শুরু করেন। তাদের ধর্মীয় আচার আচরণ, কর্মকান্ড ও দূর্নীতি তাকে ভাবিয়ে তোলে। অবশেষে তিনি ন্যাশন অব ইসলাম (Nation of Islam) থেকে বেরিয়ে আসেন।
১৯৬৪ সালে পবিত্র হজ্জ্বব্রত পালনের উদ্দেশ্যে তিনি মক্কা গমণ করেন। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন, ইসলাম তো বর্ণবাদের বিপক্ষে। ইসলাম বলে, আরব অনারব, কৃষ্ণাঙ্গ শেতাঙ্গ সবাই সমান। একের উপর অন্যের বিশেষ কোন অধিকার নেই। ম্যালকম উপলব্ধি করেন, এতদিন তিনি ভুল পথে ছিলেন। তিনি আসল ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নামে রাখেন আলহাজ্ব মালিক আল শাবাজ।
ইউটিউব থেকে ম্যালকম এক্সের একটি সাক্ষাৎকার
দেশে ফিরে তিনি নতুন সংগঠণ গঠন করেন। তিনি ইসলামের প্রচার শুরু করেন। আমেরিকার বর্ণবাদ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের কথা বলতে লাগলেন। তিনি ন্যাশন অব ইসলাম (Nation of Islam) -এর বিপক্ষে মানুষকে সচেতন করতে লাগলেন। তার ভাষ্যমতে, "সত্যিকারের যে ভ্রাতৃত্ববোধ তাকে অনুপ্রাণিত করেছে তা তাকে শিখিয়েছে যে, রাগ মানুষের দৃষ্টিশক্তিকে অন্ধ করে দেয়"।
তার এই আমূল পরিবর্তন তাকে ন্যাশন অব ইসলাম (Nation of Islam) -এর প্রধান শত্রুতে পরিণত করে। ন্যাশন অব ইসলাম (Nation of Islam) তার অনুসারীদের হারাতে থাকে। যার ফলস্বরূপ ২১ ফেব্রুয়ারী, ১৯৬৫ সালে ন্যাশন অব ইসলাম (Nation of Islam)- এর তিনজন অনুসারী ম্যানহাটনের অডুবন বলরুমে তাকে গুলি করে হত্যা করে। মৃত্যুকালে ম্যালকম এক্সের বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। তিনি ভবিষ্যতবাণী করেছিলেন যে, তার মৃত্যু তাকে আরো বেশী গুরুত্বপূর্ণ করে তুলবে।
তথ্যসূত্র:
lostislamichistory.com/tag/malcolm-x
Malcolm X Biography
www.history.com/topics/black-history/malcolm-x