কিছুক্ষণ আগে দেখলাম, বিটিভিতে এক অদ্ভুত অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে (অনেকেই হয়তো বলবেন, এ আর নতুন কি), অনুষ্ঠানের টাইটেল "ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু"। মিনিট পাচেক দেখলাম। সেখানে "পদ্মা সেতু" নামক এক অভাগা সেতুর সাথে জড়িত এক বিশেষ ব্যক্তি "মশিউর রহমান" বিশ্বব্যাংকের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক নিয়ে কিছুক্ষণ আলোকপাত করলেন। তারপর অনুষ্ঠানের সঞ্চালক চলে গেলেন, এইচ টি ইমামের কাছে। এইচ টি ইমাম সাহেব, বঙ্গবন্ধুর বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ণনা দিতে শুরু করলেন। আর আমি সাথে সাথেই টিভির সুইচ বন্ধ করে সামুতে ব্লগ লিখতে বসে গেলাম। সবার সাথে এই বিচিত্র অভিজ্ঞতা শেয়ার না করে থাকতে পারলাম না।
অনুষ্ঠানের টাইটেলর সাথে উপস্থিত অতিথিদের আলোচনার কোন মিল না পেয়ে খুবই মর্মাহত। কেউ কেউ হয়তো বলবেন পুরো অনুষ্ঠান না দেখেই মন্তব্য করা ঠিক না। পুরো অনুষ্ঠান দেখার মতো এত বড় ঝুকি আমি নিতে পারলাম না, দুঃখিত।
বিঃ দ্রঃ আমি জানি এই পোস্টটি পড়ার পর অনেকেই হয়তো আমার উপর খুবই রাগ করবেন, কেন আমি বস্তাপচা চ্যানেল বিটিভি দেখতে গেলাম। বিশ্বাস করেন, আমি চ্যানেল পরিবর্তন করছিলাম আর হুট করে মাঝখানে বিটিভি এসে গেল।