আমাদের মধ্যে অনেকে অনলাইনে কোর্স করার ব্যাপারে অনেকেই আগ্রহী হন।বিশ্বখ্যাত অনেক বিশ্ববিদ্যালয় যেমন হাভার্ড,এমআইটি,ক্যামব্রিজ সহ অনেক বিশ্ববিদ্যালয় এ অনলাইন কোর্সের ব্যবস্থা রয়েছে।অনলাইন কোর্স চালানো হয় দূরশীক্ষন পদ্ধতিতে।এই পদ্ধতিতে শিক্ষা নেয়ার জন্য একজন ছাত্র-ছাত্রীর একটি কম্পিউটার ও ইন্টারনেট এবং একটি ওয়েবক্যাম (ঐচ্ছিক) এর দরকার হবে শুধুমাত্র।শিক্ষক একদিন একটি কিংবা দুটি করে লেকচার দিবেন আর তা হয়তো ভিডিও আকারে কিংবা ওয়েবক্যামে লাইভ সম্প্রচার করে নির্দিষ্ট ভিডিও চ্যানেলে কিংবা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আগে থেকেই এই প্রোগ্রাম চালু থাকলে আশার কথা আমাদের দেশেই অনলাইনে কোর্স করানোর জন্য চালু নতুন একটি সাইট শিক্ষক ডট কম। ওয়েবসাইটির উদ্যোক্তা বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রাক্তন শিক্ষক, বর্তমানে বর্তমানে ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক, এবং বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ড. রাগিব হাসান ।
এই ওয়েবসাইটে বাংলা ভাষায় নানা বিষয়ে অনলাইন কোর্স দেয়া হচ্ছে এবং হবে এবং এই কোর্সগুলো সবার জন্য উন্মুক্ত। যে কেউ সম্পূর্ণ বিনা মূল্যে এখানে নানা বিষয় শিখতে পারবেন।যেহেতু অবানিজ্যিক প্ল্যাটফরম তাই শিক্ষকদের আগ্রহের ভিত্তিতে এখানে সি থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান পর্যন্ত শেখা যাবে।চাইলে আপনি নিজেও শিক্ষক হতে পারেন এবং নিজেই একটা কোর্স অফার করতে পারেন।বর্তমানে ওই ওয়েবসাইটে যেসব কোর্স চালু আছে সেগুলো হলঃ
জ্যোতির্বিজ্ঞান ১০১
কেমিকৌশল পরিচিতি
ক্লাউড কম্পিউটিং
তড়িৎকৌশল পরিচিতি
ফাইন্যান্স ১০১ – অর্থবিজ্ঞান পরিচিতি
জিওগ্রাফিক ইনফর্মেশন সিস্টেম (GIS) পরিচিতি
পরিবেশ এবং পরিবেশ ব্যবস্থাপনা পরিচিতি
বায়োইনফরমেটিক্স পরিচিতি
ক্যালকুলাসের অ-আ-ক-খ
সি প্রোগ্রামিং
সি++ প্রোগ্রামিং
পরিবেশ বিজ্ঞান পরিচিতি
নিউরোসায়েন্স পরিচিতি
আমি রেজিস্ট্রেশান করে ফেললাম সি প্রোগ্রামিং এর ক্লাসে। ভেবে দেখুন এই সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন নাকি আপনিও ভর্তি হয়ে যাবেন আজেই।
ওয়েবসাইট ঠিকানা: http://www.shikkhok.com/
ফেসবুক ফ্যানপেইজ: https://www.facebook.com/shikkhok
--------------------------------------------------------------------
লেখাটি পুর্বে টেকস্পেট এ প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৫